সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৮:৩৭ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
স্বস্তি পেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পিটিআই প্রধান ইমরান খানকে দু সপ্তাহের জামিন মঞ্জুর করল ইসলামাবাদ হাইকোর্ট।
দীর্ঘ প্রশ্ন ও জবাবের পর আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকেকে দু সপ্তাহের জামিন মঞ্জুর করেন আদালত।
শুক্রবার (১২ মে) হাইকোর্টে দুই বিচারপতির বেঞ্চে তার জামিনের শুনানি অনুষ্ঠিত হয়। এসময় আদালত পিটিআই প্রধানের দুই সপ্তাহের জামিন মঞ্জুর করেন।
এর আগে, শুক্রবার সকালে ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) দুই নম্বর কোর্টরুমে প্রায় এক ঘণ্টা বিলম্বের পর শুনানি শুরু হয়। তবে আদালত কক্ষে ইমরানের পক্ষে স্লোগান শুরু হতেই নামাজের বিরতি দিয়ে বেরিয়ে যান বিচারপতিরা।
স্থানীয় সময় দুপুর আড়াইটায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টা) বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব ও বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের বেঞ্চে শুনানি ফের শুরু হয়।
একদিন আগে পাকিস্তানের সুপ্রিম কোর্ট আদালত চত্বর থেকে সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতার বেআইনি ঘোষণা করেন। সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুসারেই শুক্রবার হাইকোর্টে আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরানের জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।
কড়া নিরাপত্তার মোড়কে ইসলামাবাদ হাইকোর্টে শুক্রবার পৌঁছন ইমরান খান। ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খানের পৌঁছনোর পর তাঁকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন তাঁর অসংখ্য অনুগামী।
গত মঙ্গলবার ইসলামাবাদ আদালতের বাইরে থেকে ইমরানকে গ্রেফতার করা হয়। এরপর থেকে পাকিস্তান ইমরান সমর্থকদের বিদ্রোহের আগুনে জ্বলছে। বিদ্রোহের কারণে পাকিস্তান জুড়ে বন্ধ রাখতে হয় ইন্টারনেট পরিষেবা।