মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ক্রিকেট নিয়ে বাজিতে হেরে দেড় লাখ টাকা হারার পর তা যেন দিতে না হয় সেজন্য নিজের খুন হওয়ার নাটক সাজিয়েছিলেন আদেল শিকদার (২৫) নামে এক যুবক। এরপর সেই খুন হওয়ার মিথ্যা ভিডিও ছড়িয়েছিলেন এক যুবক, কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে গেছেন তিনি।
ফরিদপুরের সদরপুর থানা পুলিশ শনিবার রাতে আদেল শিকদারকে গ্রেপ্তার করেছে। তার আগে তেজগাঁও বেগুনবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ইমরান নামে (২৪) তার এক সহযোগীকে।
পুলিশ জানায়, শ্রীলঙ্কায় ত্রিদেশীয় নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ নিয়ে জুয়ায় দেড় লাখ টাকা হেরে যান আদেল। ওই টাকা যাতে না দিতে হয় সেজন্য নিজের খুন হওয়ার নাটক সাজান তিনি। তা ভিডিও করে ইমোর মাধ্যমে পাঠিয়ে দেন পাওনাদার আর নিজের পরিবারের কাছে।
ভিডিওটি দেখার পর শনিবার দুপুরে ইমরান নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। আদেলকে খুনের কারণ জানতে চাইলে সে বলে, ‘ওকেতো খুন করা হয়নি। ওইটা শুটিং করা হয়েছে। ওই শুটিং এর জন্য আদেল আমাদেরকে দুই হাজার টাকা দেবে।”
গ্রেপ্তার হওয়ার পর আদেল আদেল পুলিশকে বলেন, ক্রিকেট খেলা নিয়ে প্রকাশ নামে একজনের সঙ্গে বাজি ধরে তিনি দেড় লাখ টাকা হেরে যান। সেই টাকা যাতে না দিতে হয়, সেজন্যই ভিডিও বানানোর ফন্দি করেছিলেন।