সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৯:৩৫ অপরাহ্ন

অনলাইনেই মিলছে বিএসএমএমইউ’র অ্যাপয়েন্টমেন্ট

অনলাইনেই মিলছে বিএসএমএমইউ’র অ্যাপয়েন্টমেন্ট

নিজস্ব প্রতিবেদক:

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বহির্বিভাগের টিকিট এখন অনলাইনে পাওয়া যাবে। রোগীদের ভোগান্তি কমাতে এ অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি চালু করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এ কার্যক্রমের উদ্বোধন করেন। এই কার্যক্রম শুরু হওয়ায় সেবা পেতে সকালে এসে রোগীদের লাইনে দাঁড়াতে হবে না।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://bsmmu.ac.bd) গিয়ে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ট্যাবে ক্লিক করে প্রয়োজনীয় বিভাগে সুবিধাজনক সময়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চিকিৎসকের পরামর্শ পাবেন। একযোগে ৪৩টি বিভাগে এ সেবা চালু হয়েছে। আপাতত প্রতিদিন ১ হাজার ৬৫০ রোগী এ সুবিধা পাবেন। পর্যায়ক্রমে এ সংখ্যা বাড়ানো হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com