বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন

নরসিংদীতে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১৮৬

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর শিবপুর উপজেলার ঘাসিরদিয়া এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তুত আরও চারজন। গতকাল বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) আবুল কালাম আজাদ।

 

 

তিনি বলেন, নিহতেরা সবাই মাইক্রোবাসের যাত্রী। দুর্ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়েছেন। আর নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পরে দুজন মারা গেছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন। আহতদের ঢাকায় পাঠানো হয়েছে।

 

শিবপুর থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, মাইক্রোবাসটির উচ্চগতি দুর্ঘটনার মূল কারণ। প্রাথমিকভাবে এমনটাই ধারণা পুলিশ ও ফায়ার সার্ভিসের। ট্রাক জব্দ ও ট্রাকচালক আটক আছে।

 

সাতজনের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com