রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০২ অপরাহ্ন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদের যুদ্ধকালীন বীরত্বগাথার গল্প শোনালেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার বেলা ১১টায় বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বীরত্বগাথার গল্প শোনানো হয়। এর পর উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের সনদ ও পুরষ্কার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এর যুগ্মসচিব ও পরিচালক মো. শাহ আলম সরদার, বিশেষ অতিথি বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প পরিচালক ড. নুরুল আমিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন এবং গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েণ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল।
যুদ্ধকালীন বীরত্বগাথার গল্প শোনালেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, বীর মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম শামসুদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল করিম।
এ ছাড়া সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজ, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী।