সোমবার, ১৯ মে ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন
গাজীপুর থেকে নূপুর: মহাসমাবেশে হামলা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার প্রতিবাদে গাজীপুরে স্বাভাবিকভাবে পালিত হচ্ছে বিএনপির ডাকা অবরোধ।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে কর্মের উদ্দেশে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার যানবাহন কম চললেও ছোট গাড়ি, ট্রাক, সিএনজি ও অন্যান্য যানবাহন চলাচল করছে, ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে, এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, পোশাক কারখানা দোকানপাট ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রয়েছে। জনগণের নিরপত্তা জন্য চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস সড়কসহ বিভিন্ন পয়েন্টের মতো গুরুত্বপূর্ণ জায়গায় টহল দিচ্ছে পুলিশ সদস্য, বিজিবি সদস্য এছাড়াও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার আবু তোরাব মো: শামসুর রহমান বলেছেন, পোশাক কারখানায় অসন্তোষ ও বিএনপির কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
এদিকে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় রাজা বাদশা নামে অপর একটি বাসে অগ্নিসংযোগ করা হয় এবং গত রাতে মহানগরের কলেজপাড়া এলাকায় অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে বিরোধেীদল, দাবী করে স্থানীয় লোকজন।