মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১২:৩১ পূর্বাহ্ন
রবিউল হাসান লিটন পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা পৌরসভাধীন সামাজিক সুরক্ষার আওতাধীন সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) সকালে পৌরসভা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বোদা পৌরসভার মেয়র মো. আজাহার আলীর সভাপতিত্বে বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক আলম টবি,
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রাণী বর্মণ, বোদা বাজার বণিকসমিতির সভাপতি ফিরোজ আলম চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রদান করে শেখ হাসিনাকে আবারো দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহবান জানান। মতবিনিময় সভায় পৌরসভার প্রায় দুইহাজার জন সুবিধাভোগী সহ পৌর কাউন্সিলর, সুধীজন, সাংবাদিক অংশ নেয়।