শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ন
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে ঈদের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছে ক্রেতা এবং বিক্রেতা। ঠাকুরগাঁওয়ের হরিপুর, বালিয়াডাংগী,রানীশংকেল, নেকমরদ,পীরগন্জে এবার ঈদের কেনাকাটা জমে উঠেছে, ভিড় জমাচ্ছে বস্ত্রবিতানের দোকান গুলোতে। হরিপুর উপজেলার কাঠাঁলডাংগী বাজার ঘুরে দেখা যায় ছেলে বুড়ো সবাই পছন্দের কাপড় কিনছে, কাপড় কিনতে আসা নারগিস জানায় আমার মেয়ের জন্য একটা সালোয়ার কামিজ নিলাম ঈদকে সামনে রেখে কাপড়ের দাম একটু বেশি হলেও সস্তি রয়েছে। কাপড় কিনতে আসা মসলিম জানান আমি একটা পাঞ্জাবি কিনলাম যার মূল্য ৭২০টাকা নিল। কাপড় বিক্রেতা রফিকুল ইসলাম জানান, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সকাল থেকে সন্ধ্যা অবধি কেনাবেচা মোটামুটি ভালোই হচ্ছে দৈনিক কেনাবেচা পাঁচ হাজার থেকে সাত হাজার টাকার বেশি হয়। আরেক কাপড় দোকানী পংকজ জানায় সাধারণত কেনাবেচার মধ্যে ছেলেদের পাঞ্জাবি পায়জামা, শাট,জিন্স প্যান্ট,লুংগি,মেয়েদের পছন্দের মধ্যে লেহেঙ্গা, সালোয়ার কামিজ, বোরকা,ছোট দের ফ্রক পায়জাম চাহিদা থাকায় বেশি বিক্রি হচ্ছে।