মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:০৮ পূর্বাহ্ন
১৬ আগস্ট (শুক্রবার) বেলা ৩ টায় টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের আটিয়া মামুদপুর গ্রামে আনাইতারা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে স্বৈরশাসক শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে “ছাত্র জনতা গণজমায়েত”এর আয়োজন করা হয়।
আনাইতারা ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জুলহাস মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুরের সাবেক এমপি,বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী, আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ, সহ-সভাপতি ডি এম শওকত হোসেন, সহ-সভাপতি আনাইতারা পরিষদের সাবেক চেয়ারম্যান বাবুল হোসেন বকশি,সহ-সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান,যুগ্ম সম্পাদক সোহেল সানোয়ার, যুগ্ম সম্পাদক তাহিরুল ইসলাম খোকন, যুগ্ম সম্পাদক জুলহাস মিয়া,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলম মৃধা,দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, ধর্ম বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল জিহাদী, উপজেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম মানিক, আনাতলায় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মানাল হক, মির্জাপুর উপজেলা বিএনপি সম্মানিত সদস্য ফেরদুসুর রহমান, উপজেলা বিএনপির সদস্য আব্দুল হালিম রাজা,তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ রেজা, মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান মোস্তফা উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম স্বপন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব,আনাইতারা ইউনিয়নের ছাত্রদল, যুবদল, ও স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতৃবৃন্দ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।