সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:২৪ অপরাহ্ন
ইকবাল হোসেন রিংকু: বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের মানুষদের পাশে সবসময় থাকবে বাংলাদেশ মিউজিশিয়ান্স এসোসিয়েশন। বাংলাদেশ মিউজিসিয়ান্স এসোসিয়েশন (বিএমএ)এর উদ্যোগে চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য।
বৃহস্পতিবার ৫ই সেপ্টেম্বর সকাল থেকে বিএমএর পক্ষ হতে মৌলভীবাজার জেলার ৫০ জন সংগীত শিল্পী ও যন্র শিল্পী ভাই বোনদের আর্থিক উপহার প্রদান করেন এবং এরই পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ৫০ জন বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত জনসাধারণকে খাদ্য সামগ্রী উপহার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএমএ মৌলভীবাজার জেলা শাখার সম্মানিত আহ্বায়ক দুলাল রায়, যুগ্ন আহবায়ক আশা কর। সদস্য সচিব মোঃ জাকির হোসেন। কার্যকরী সদস্য পলাশ চক্রবর্তীসহ বাংলাদেশ মিউজিসিয়ান (বিএমএ)এর মৌলভীবাজার জেলা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ মিউজিসিয়ান্স (বিএমএ) সংগঠন সামনের দিকে আরও এগিয়ে যাক এটাই কামনা করেন সকলে।