সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:১৭ অপরাহ্ন
সোহেল রানা, ডোমারঃ
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব নির্বাচিত হওয়ায় মোঃ রেয়াজুল ইসলাম কালুকে সম্মাননা স্মারক প্রদান করেছেন নীলফামারীর ডোমার উপজেলার জাতীয়তাবাদী ছাত্রদলের জোড়াবাড়ী ইউনিয়ন শাখার সদস্যবৃন্দ।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব মোঃ রেয়াজুল কালুর কাছে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এসময় ডোমার উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল জোড়াবাড়ী ইউনিয়ন শাখার সদস্য মোঃ হেলাল ইসলাম,রাজু ইসলাম,রাশেদ ইসলাম,আপন ইসলাম,শাহরিয়ার শাকিল,আল-আমিন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৭শে আগস্ট বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব নির্বাচিত হয়েছিলেন ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ডোমার উপজেলা বিএনপির সভাপতি মোঃ রেয়াজুল ইসলাম কালু।