সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৬ অপরাহ্ন
সোহেল রানা, ডোমারঃ
নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকানের সর্বস্ব পুড়ে ছাই হয়েছে।
শুক্রবার (২০শে সেপ্টেম্বর) দুপুরে পবিত্র জুম্মার নামাজের সময় উপজেলার গোমনাতী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হয় ৮টি দোকান। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।
চিলাহাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার নুর আলম সিদ্দিকী জানান, গোমনাতী বাজারের রানা টি স্টলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এতে ৮টি দোকানের প্রায় ৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।