সোমবার, ০৭ Jul ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন

কিশোরগঞ্জ-২, কটিয়াদী পাকুন্দিয়া সংসদীয় আসনের সাবেক এমপি র‍্যাবের হাতে আটক

কিশোরগঞ্জ-২, কটিয়াদী পাকুন্দিয়া সংসদীয় আসনের সাবেক এমপি র‍্যাবের হাতে আটক

কিশোরগঞ্জ থেকে রামকৃষ্ণ বণিকের প্রতিবেদন:

কিশোরগঞ্জ ২(কটিয়াদি -পাকুন্দিয়া)সংসদীয় এলাকাবৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর হামলার নির্দেশদাতা এবং হামলায় অর্থযোগানের অভিযোগে কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট সোহরাব উদ্দিনকে রাজধানী ঢাকার দিয়াবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ৯ই অক্টোবর বুধবার বিকেলে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয় তার বিরুদ্ধে উল্লেখিত অভিযোগে কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া থানায় মোট চারটি মামলা রয়েছে। যার মধ্যে দুটিতে তাকে প্রধান আসামি এবং বাকি দুটিতে তিন নম্বর আসামি করে মামলায় দেখানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয় যে, আটক সাবেক সংসদ সদস্যকে ডিএমপির কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com