শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এর ৭৬তম জন্মোৎসব পালিত

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

মোঃ কামরুল হাসান লিটন স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ)-

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশ, শুভসংঘ ও হুমায়ূন আহমেদ স্মৃতি পরিষদের উদ্যোগে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এর ৭৬তম জন্মোৎসবে বুধবার (১৩ নভেম্বর/২৪) পালিত হয়েছে। কেককাটা, বর্ণিল শোভাযাত্রা, ‘হুমায়ূনের নামে ক্যান্সার হাসপাতাল চাই’ দাবিতে মানববন্ধন, স্মৃতিচারণ- গৌরীপুর জংশন গ্রন্থ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
হুমায়ূন আহমেদের ভক্তদের সংগঠন হুমায়ূন আহমেদ স্মৃতি পরিষদের উদ্যোগে কালিখলায় হুমায়ূন আহমেদের নামে ক্যান্সার হাসাপাতাল প্রতিষ্ঠার দাবি মানববন্ধন পালন করে। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক পীযুশ রায় গণেশ বলেন, হুমায়ূন আমাদের স্বপ্ন ছিল দেশে একটি আধুনিক ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা করা। কিন্ত সেই স্বপ্ন পূরণের আগেই তিনি ক্যান্সারের কাছে পরাজিত হয়ে না ফেরার দেশে চলে গেছেন। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি গৌরীপুর উপজেলায় লেখকের নামে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা করা হোক। বক্তব্য রাখেন বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সাবেক উপপ্রচার সম্পাদক মো. রইছ উদ্দিন, গৌরীপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, হুমায়ূন স্মৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক এইচটি তোফাজ্জল হোসেন, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাজিব, সাংাবদিক ওবায়দুর রহমান, আব্দুর রউফ দুদু, আব্দুল কাদির প্রমুখ।
অপরদিকে যুগান্তর স্বজন সমাবেশ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুরের স্বজন উপদেষ্টা মো. রইছ উদ্দিন। সঞ্চালনা করেন সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন। ‘হুমায়ূন আহমেদ ও গৌরীপুর জংশন গ্রন্থ’ আলোচনায় অংশ নেন যুগান্তরের ঈশ্বরগঞ্জ প্রতিনিধি আবুল কালাম আজাদ, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারনণ সম্পাদক সুজিত কুমার দাস, সাংবাদিক ঐক্য ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ, সাধারণ সম্পাদক এইচ.টি তোফাজ্জল হোসেন, দি চাইল্ড ব্লোজম কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক নার্গিস আক্তার, উদীচী শিল্পী গোষ্ঠি গৌরীপুর সংসদের সভাপতি ওবায়দুর রহমান, শামীম আনোয়ার, আফ্রিদী হাসান নিরব, শামীম আনোয়ার, আব্দুর রউফ, স্কাউটের নাফিসা হাসান হৃদি, ফারজানা ইসলাম সুমাইয়া, সরনা আক্তার রাণী প্রমুখ।
এছাড়াও শুভসংঘের উদ্যোগে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওই কর্মসূচি থেকে ভক্তরা গৌরীপুর জংশনে হুমায়ুন আহমেদের স্মৃৃতি রক্ষা ও মোহনগঞ্জ-ঢাকা রেলপথে চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেনের নাম হুমায়ূন আহমেদের নামে কিংবা তার উপন্যাসের চরিত্রের নামে নামকরণের দাবি জানান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com