মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সফরে আসবেন ব্রাজিলের প্রেসিডেন্ট ফেরত আনা হলো সৌদিতে আটকে থাকা ৩৮ কোটি টাকা ঢাকা সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা সিংড়ায় অবৈধ কমিটির নিয়োগ বাণিজ্য বন্ধের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ নড়াগাতীর থানার রামপুরা গ্রামে পারিবারিক কলহে ছোট ভাইয়ে আঘাতে বড় ভাই, ভাতিজা গুরুতর আহত কুড়িগ্রামে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুর সদর ইউনিয়নে ভিজিডির চাউল বিতরণ ফারইষ্টের শহিদকে ঘিরে ক্ষোভের আগুন বাইশফাঁড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্যের পা বিচ্ছিন্ন গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে ৮ সন্তানের বাবা অবহেলায় অনাদরে

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬৬

বিশেষ প্রতিনিধি মোঃ মিলন শেখ:

বাবার নিকট থেকে সন্তানরা কৌশলগতভাবে সম্পত্তি নিয়েও রাখছেননা বাবার কোনো খোঁজখবর। সন্তানরা বাবার ঠিকভাবে খোঁজখবর না রাখায় একমুঠো খাবারের জন্য ঘুরছেন মানুষের দ্বারে দ্বারে পিতা জালাল উদ্দিন । এমনকি ব্যবহার করার জন্য নেই কোন ভালো কাপড়চোপড়। তাই ৮ সন্তানের পিতা জালাল উদ্দিন সেবা যত্ন না পেয়ে বিভর্ষ বিবর্ণ – চেহারায় এবং কখনো অনাহারে, কখনো অর্থ পেটে থেকে দিন কাটাচ্ছেন। থাকা ও ঘুমানোর জায়গাটুকু পরিবেশ সম্মত না হওয়ায় স্বাস্থ্য ঝুকিতে ভুগছেন ৮০ বছরের বৃদ্ধা জালাল উদ্দিন। এমনই অভিযোগ উঠেছে ৬ ছেলে সন্তান ও দুই কন্যা সন্তানের বিরুদ্ধে।
জানা যায় , সোনারগাঁও থানাধীন জামপুর ইউনিয়নস্থ ব্রাহ্মণ বাওগা গ্রামের স্থায়ী বাসিন্দা জালাল উদ্দিন। তার রয়েছে ছয়টি ছেলে সন্তান ও দুটি কন্যা সন্তান। তবে জালাল উদ্দিনের স্ত্রী মারা যাওয়ায় তার সন্তান ও সন্তানের স্ত্রীগণ জালাল উদ্দিনের সেবা যত্ন না করায় বর্তমানে তিনি মানবতার জীবন যাপন করছেন। বিষয়টি সূত্রে জানতে পেরে গণমাধ্যম কর্মীগণ জালাল উদ্দিনের বাড়ি উপস্থিত হলে তিনি কষ্টে হৃদয়ে নিয়ে তার মানবতার জীবনযাপনের কথা খুলে বলেন। তিনি বলেন কষ্ট করে সন্তানদের লালিত পালিত করেছি এবং কিছু সম্পত্তির মালিক হয়েছি। অনেক আশা ছিল বৃদ্ধ বয়সে সন্তানরা আমাদের সেবা-যত্ন করবে। স্ত্রী মারা যাওয়ার পরে সন্তানরা তেমন কোন খোজ খবর না নিয়ে বরংচ কৌশলগতভাবে তারা আমার নিকট থেকে সম্পত্তি ভাগাভাগি করে নিয়ে নেয়। সম্পত্তি নেওয়ার সময়, তারা বলেছিলেন আমার ঠিকমতো সেবা-যত্ন করবে এবং খেয়াল রাখবে এখন দেখছি তার উল্টো দিক। বৃদ্ধা জালাল উদ্দিন বলেন আমার দুই সন্তান পনির ও জসীমউদ্দীন ইতালি প্রবাসী। জসীমউদ্দীনের স্ত্রী বৃষ্টি আমাকে সব সময় গালমন্দ করে। তাছাড়া ৬ ছেলে সন্তানের মধ্যে একমাত্র শামীমের স্ত্রী কোনরকম আমার খোঁজখবর নিলেও বাকিরা ফিরেও তাকায়না। তিনি বলেন এসব বিষয়ে আমার ভাই শুক্কুর আলী ও ভাতিজা মাসুদকে জানালে আমার সন্তান ও তার স্ত্রীরা, ভাই ভাতিজাকে গালমন্দ করে এবং ভাই ভাতিজার নামে সোনারগাঁও থানায় মিথ্যা অভিযোগও করেছে জসিমের স্ত্রী বৃষ্টি।
এসব বিষয়ে জালাল উদ্দিনের ভাই ও ভাতিজা মাসুদের কাছে জানতে চাইলে তারা বলেন জালাল উদ্দিনের সন্তানরা তাহার খোঁজখবর না নেওয়ায় আমরা জালাল উদ্দিনের প্রতি যত্নশীল হলে জসীমউদ্দীনের স্ত্রী বৃষ্টি ও চাচাতো ভাই শামীম সবসময় আমাদের সাথে মারমুখী আচরণ করে। এ বিষয়ে মাসুদ বলেন জসিম উদ্দিন আওয়ামী ছাত্রলীগের জামপুর ইউনিয়নের সভাপতি হওয়ায় বিভিন্ন সময় আমরা হয়রানির শিকার হয়েছি এবং বর্তমানও জসিমের স্ত্রী বৃষ্টি ছাত্রলীগ সভাপতির প্রভাব দেখিয়ে আমাদেরকে বিভিন্ন সময় হুমকি ধমকি ও ভয়-ভীতি দেখিয়ে আসছে এবং আমার চাচা জালাল উদ্দিনের সেবা যত্ন করার কথা বলায়, আমাদের বিরুদ্ধে সোনারগাঁ থানা একটি মিথ্যা অভিযোগ করেছেন। এই মিথ্যা অভিযোগের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাই ও পুলিশ প্রশাসন, সঠিক তদন্ত করে এর একটি সমাধান করার প্রত্যাশা করছি। ভুক্তভোগী মাসুদ গণমাধ্যম কর্মীদের বলেন পুলিশ প্রশাসন সঠিক সমাধান না করলে আমরা জসিমউদ্দীনের স্ত্রী বৃষ্টি ও চাচাতো ভাই শামীমের বিরুদ্ধে নারায়ণগঞ্জ কোর্টে মানহানির মামলা করব। তিনি আরো বলেন তবে আমি সোনারগাঁ থানায় আমার চাচাতো ভাই শামীম ও জসিম উদ্দিনের স্ত্রী বৃষ্টির বিরুদ্ধে গত ৬/১২ /২০২৪ইং তারিখ একটি অভিযোগ করেছি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com