বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১২:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাগমারায় গোবিন্দপাড়া ইউপি চেয়ারম্যানের ঈদ উপহার বিতরণ নতুন উচ্চতায় প্রবেশ করছে বাংলাদেশ-চীন সম্পর্ক : ড. ইউনূস গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উদ্দিপ্ত তরুন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ রূপগঞ্জের কাঞ্চনে ছেলে হত্যার বিচার চেয়ে মিথ্যা অপপ্রচারের শিকার হলেন কফিল উদ্দিন সওজ অধিদপ্তরে মদ জুয়ার কাসিনো চালায় প্রকৌশলী জাহিদ উজ্জল স্মৃতিসৌধে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগান, আটক ৩ সাইবার নিরাপত্তায় MGST এজেন্সির ফাহিমের প্রশংসনীয় উদ্যোগ শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কুড়িগ্রামে আটক-১ মানিব্যাগও ছিল না, এখন বিশাল শোডাউন কীভাবে- সারজিসকে তাসনিম জারার প্রশ্ন
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্যের গাড়ি বহরে হামলা-ভাংচুরের ঘটনার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ সমাবেশ

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্যের গাড়ি বহরে হামলা-ভাংচুরের ঘটনার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ সমাবেশ

মোঃ কামরুল হাসান (লিটন):

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের গাড়ি বহরে হামলা-ভাংচুরের ঘটনার প্রতিবাদে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার কলতাপাড়ায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি/২৫) ডৌহাখলা ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা মো. আবু নাছের সোহেল, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আব্দুল কাদির, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম ফকির, মতিউর রহমান স্বাধীন, ডৌহাখলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. খুররম খান, সদস্য সচিব মো. জিয়াউল আলম জুরান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আতাউর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমান, মো. রুহুল আমিন মন্ডল, মো. আফজাল মিয়া, মো. হান্নান মিয়া, মো. বিপুল মিয়া, বোকাইনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আনিছুর রহমান ফারুক, গৌরীপুর সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোসলেম মিয়া, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল মন্ডল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, মো. সোহেল মিয়া, ময়মনসিংহ উত্তর জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মো. আল মামুন মন্ডল, আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ হৃদয়, ছাত্রনেতা মেহেদী হাসান আকাশ, নুরুজ্জামান খান, রিফাত খান প্রমুখ।
উল্লেখ্য যে, গত ৬জানুয়ারি সোমবার কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন বালিয়াপাড়া এলাকায় যুবদল নেতার ছেলের আকিকা অনুষ্ঠানে যাওয়ার পথে টেঙ্গুরিপাড়া এলাকায় তার গাড়ি বহরে হামলা-ভাংচুর করে। এছাড়াও এ হামলায় ৭/৮টি মোটর সাইকেল ভাংচুর ও সংঘর্ষে ১০-১৫জন আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৯ জানুয়ারি/২৫) সিধলা ইউনিয়নের পাইস্কা গ্রামের মৃত আবুল হাশেমের পুত্র মো. সেলিম বাদী হয়ে ২৯জনের নাম ছাড়াও অজ্ঞাতনামা ১৫/২০জনকে আসামী করে মামলা দায়ের করেন। একই ঘটনায় টেঙ্গুরিপাড়া গ্রামের মো. আব্দুল জলিলের পুত্র মো. নুরুজ্জামান বাদী হয়ে উত্তর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতানসহ ২৭জন নাম উল্লেখ্য ছাড়াও ৩০/৪০জনকে অজ্ঞাতনামা আসামী দিয়ে রোববার (১২ জানুয়ারি/২৫) দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। ইঞ্জিনিয়ার ইকবাল হোসাইন গ্রুপের দাবী, এ হামলা করেছে উত্তর জেলা বিএনপির সদস্য আহাম্মদ তায়েবুর রহমান হিরণ গ্রুপের নেতাকর্মীরা।
এ অভিযোগ প্রত্যাখান অপপ্রচারের প্রতিবাদে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আহাম্মদ তায়েবুর রহমান হিরণ গৌরীপুর প্রেসক্লাবে গত মঙ্গলবার (৭ জানুয়ারি/২৫) সংবাদ সম্মেলনে তিনি বলেন, জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ইঞ্জিনিয়ার ইকবালকে বয়কটের পরিস্থিতি সৃষ্টি হয়। এরপরে তিনি (ইঞ্জিনিয়ার ইকবাল) আকিকার দাওয়াতে যাওয়ায় গ্রামবাসীর সাথে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আমার বা আমার সমর্থক নেতাকর্মীদের কোনো সম্পৃক্ততা নেই।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com