বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন
মোঃ কামরুল হাসান (লিটন):
ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনে বদরুল আলম সোহেলকে আহ্বায়ক ও নুরুজ্জামান সোহেলকে সদস্য সচিব করে এ কমিটি ঘোষণা করা হয়েছে। ব্যাচভিত্তিক সংগঠনের মতবিনিময় সভা শেষে শুক্রবার সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। সভায় প্রধান উপদেষ্টা নির্বাচিত করা হয় ১৯৬৮ব্যাচে অ্যাডভোকেট আব্দুল জলিল মুনশি।
মতবিনিময় সভায় অংশ নেন খায়ের উদ্দিন রতন, কাজী আব্দুল্লাহ্ আল আমিন (১৯৮৭), হুমায়ুন কবির সুমন (১৯৯৩), ইফতি বাবু রানা (১৯৯৫), ১৯৯৭ব্যাচের গোলাম কাজিয়েল হাজাত মুন্সি শাহি, শ্যামল ঘোষ, মোহাম্মদ মুরাদ হোসেন, আবু জাফর মো. সাদেক, ২০০০ ব্যাচের এ কে এম সাজ্জাত বিপুল ও ফজলুল করিম মিলন, ২০০২ব্যাচের শেখ জুবায়ের, জাকির হোসেন, ২০০৩ ব্যাচের ইমন সরকার রুপম, মুস্থাফিজুর রহমান আল-আমিন, অ্যাডভোকেট আল-ইমরাম মুক্তা, আশরাফুল আলম (২০০৪), হাক্কেল মবিন মুন্সি (২০০৫), মো. জয়নাল আবেদিন (২০০৭), অ্যাডভোকেট রেজাউল করিম রেজা (২০০৯), জাহাঙ্গীর আলম রক্তিম (২০১১), মো. মাজাহারুল ইসলাম প্রত্যয় (২০১৩), মেহেদী হাসান (২০১৪), বাহালুল মুন্সী (২০১৬), এ বি এম মাহমুদুল হাসান মিম (২০২২) প্রমুখ।