বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১২:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাগমারায় গোবিন্দপাড়া ইউপি চেয়ারম্যানের ঈদ উপহার বিতরণ নতুন উচ্চতায় প্রবেশ করছে বাংলাদেশ-চীন সম্পর্ক : ড. ইউনূস গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উদ্দিপ্ত তরুন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ রূপগঞ্জের কাঞ্চনে ছেলে হত্যার বিচার চেয়ে মিথ্যা অপপ্রচারের শিকার হলেন কফিল উদ্দিন সওজ অধিদপ্তরে মদ জুয়ার কাসিনো চালায় প্রকৌশলী জাহিদ উজ্জল স্মৃতিসৌধে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগান, আটক ৩ সাইবার নিরাপত্তায় MGST এজেন্সির ফাহিমের প্রশংসনীয় উদ্যোগ শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কুড়িগ্রামে আটক-১ মানিব্যাগও ছিল না, এখন বিশাল শোডাউন কীভাবে- সারজিসকে তাসনিম জারার প্রশ্ন
চট্টগ্রামের জেলার ১৬ আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত: নেতারা এলাকার খবরা খবর নিচ্ছেন প্রতিনিয়ত

চট্টগ্রামের জেলার ১৬ আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত: নেতারা এলাকার খবরা খবর নিচ্ছেন প্রতিনিয়ত

সৈয়দ মোঃ কায়সার, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ১৬ আসনসহ সারা দেশে সংদীয় আসনগুলোর প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নির্বাচনী বোর্ড গত সপ্তাহে তা চূড়ান্ত করে। কেন্দ্রের নির্দেশনা পেয়ে দলের এলাকাভিত্তিক বা আঞ্চলিক সভায় প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। উত্তর জেলার প্রার্থীদের নাম গতকাল দলের অভ্যন্তরীণ বৈঠকে জানানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এছাড়া চূড়ান্ত হওয়া প্রার্থীদের নিজ নিজ সংসদীয় এলাকায় কাজ করারও নির্দেশনা দেওয়া হযেছে। প্রার্থীদের নাম প্রকাশ না করে নগর জামায়াতের নায়েবে আমির আ জ ম ওবায়দুল্লাহ দৈনিক আমার সংগ্রাম কে বলেন, নির্বাচনী বোর্ড আছে। প্রার্থী উনারাই চূড়ান্ত করেন। কেন্দ্রের নির্দেশনার পর আঞ্চলিক সম্মেলনগুলোতে প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় এক নেতা জানান, প্রার্থিতা প্রায় চূড়ান্ত হয়েছে। যাদের নাম এসেছে তারাই শেষ পর্যন্ত থাকতে পারেন।
এদিকে জামায়াতের কেন্দ্রীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম–১ (মীরসরাই) আসনে অ্যাডভোকেট সাইফুর রহমান, চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) অধ্যক্ষ নুরুল আমিন, চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) আলাউদ্দিন শিকদার, চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আনোয়ারুল সিদ্দিকী, চট্টগ্রাম–৫ (হাটহাজারী) ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, চট্টগ্রাম–৬ (রাউজান) শাহজাহান মঞ্জুর, চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া) অধ্যক্ষ আমিরুজ্জামান, চট্টগ্রাম–৮ (চান্দগাঁও–বোয়ালখালী) ডা. আবু নাসের, চট্টগ্রাম–৯ (কোতোয়ালী–বাকলিয়া) ডা. ফজলুল হক, চট্টগ্রাম–১০ (খুলশী–পাহাড়তলী–হালিশহর) অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম–১১ (বন্দর–পতেঙ্গা) শফিউল আলম, চট্টগ্রাম–১২ (পটিয়া) ইঞ্জিনিয়ার লোকমান, চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) অধ্যাপক মাহমুদুল হাসান, চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ) ডা. শাহাদৎ হোসাইন, চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাাম–১৬ (বাঁশখালী) আসনে জহিরুল ইসলামকে চূড়ান্ত করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com