বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন
জেলা প্রতিনিধি টাংগাইল:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হল ছাত্র সংসদদের সাবেক জিএস সাইদুর রহমান সাইদ সোহরাব বলেছেন, গনতান্ত্রিক সংগ্রাম করতে গিয়ে আমরা আমাদের অনেক ভাইকে হারিয়েছি। আমরা আমাদের আর কোন ভাইকে হারাতে চাই না। আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই। শান্তিপূর্ন আন্দোলনের মাধ্যমে সরকারকে আগামী সংসদ নির্বাচনের দিন-তারিখ ঘোষণায় বাধ্য করা হবে।
শনিবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার পোষ্টকামুরী জহের বাড়ী মোড়ে ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আগামী ১৭ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলা বিএনপির সমাবেশ সফল করার লক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।মির্জাপুর পৌর বিএনপির সভাপতি সাবেক ভিপি হযরত আলী মিঞার সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হেসেন রনি,গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম রাসেল, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তোজাম্মেল হোসেন প্রিন্স, পৌর বিএনপির সাবেক সহসভাপতি হাজী সোহরাব হোসেন, খন্দকার মোবারক হোসেন, উপজেলা কৃষি দলের আহবায়ক জাহাঙ্গীর মৃধা, পৌর কৃষক দলের আহবায়ক মান্নান খান মান্না, সদস্য সচিব সোলাইমান হোসেন, উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান শপথ প্রমুখ।
বিএনপি নেতা সাইদ সোহরাব বলেন, একটি রাজনৈতিক দল দীর্ঘদিন আমাদের সাথে গনতান্ত্রিক আন্দোলন সংগ্রাম করেছে। তারা এখন বিভিন্ন ভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। গনতান্ত্রিক শক্তিগুলোকে একত্রিত করে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে সাইদ সোহরাব বলেন, তারেক রহমানের নির্দেশ মিলকারখানা দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজী, খালকাটা, বিলকাটা এবং মানুষকে জিম্মি করে মামলা বানিজ্য করা যাবে না। কিন্ত আমাদের দলের কিছু নেতাকর্মী তারেক রহমানের নির্দেশ অমান্য করে এইসব অপকর্ম করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে।কেন্দ্রীয় নেতা সাইদ সোহরাব বলেন, আগামীর নির্বাচন হবে চ্যালেজিং। মানুষের মন জয় করে তাদের সমর্থন নিয়ে নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে হবে। আগামী নির্বাচনে দিনের ভোট রাতে হবে না। সেজন্য তিনি মানুষের কাছে গিয়ে তাদের হৃদয় জয় করতে তারেক রহমান নির্দেশ দিয়েছেন। দলের নেতাকর্মীকে তারেক রহমানের নির্দেশ মেনে সু-সংগঠিত ভাবে সামনের দিনে রাজনৈতিক কর্মকান্ড করার আহবান জানান