শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত ও ফাতিহা পাঠ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক, যুক্তরাজ্য এবং আরাফাত রহমান কোকো ট্রাস্টের কোঅর্ডিনেটর সরফরাজ আহমেদ শরফু। তিনি কোকোর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তিনি বলেন,ফ্যাসিস্ট খুনি হাসিনার অপকর্মের কারণে ক্রীড়াঙ্গন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছিলো,কিন্তু খুনি হাসিনার পতনের পর থেকে ক্রীড়াঙ্গন আবার পূর্বের রূপে ফিরে এসেছে, ক্রীড়া প্রেমী মরহুম আরাফাত রহমান কোকোর ক্রীড়াঙ্গনে অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। এসময় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত থেকে কবর জিয়ারতে অংশ নেন এবং তার পরিবারের জন্য দোয়া করেন।