বুধবার, ১২ মার্চ ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন
মোঃ রুবেল মিয়া, জেলা প্রতিনিধি টাঙ্গাইল:
টাঙ্গাইল মির্জাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মার্চ) বেলা ১২টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কহিনুর ইসলাম ,উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ বেলায়েত হোসেন উপজেলা সমাজ সেবা কর্মকতা মোবারক হোসেন,বাংলাদেশ পল্লী বিদ্যু সমিতি মির্জাপুর জোনাল অফিসের ডি জি এম মোঃ জসিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা, উপজেলা কৃষি অফিসার মাহমুদা খাতুন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ জান্নাতুল ফেরদৌস,গোড়াই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ানরম্যান মোহাম্মদ কামরুজ্জামান, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব মির্জাপুর শাখার সহ- সভাপতি সাংবাদিক লুৎফর রহমান অরেঞ্জ প্রমুখ।
সভার আগে উপজেলা চত্বরে ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল অগ্নিকাণ্ড, দুর্যোগপূর্ণ পরিস্থিতি ও সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার ও তাৎক্ষণিক হাসপাতালে নেওয়ার করণীয় নিয়ে একটি মহড়া প্রদর্শন করে।
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল— জনগণের মধ্যে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি ও জরুরি পরিস্থিতিতে কার্যকর প্রস্তুতি গ্রহণ নিশ্চিত করা।