শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিকের মোটরসাইকেল চুরি: নিরাপত্তাহীনতায় সাংবাদিক সমাজ, প্রশ্নবিদ্ধ আইনশৃঙ্খলা পরিস্থিতি কাঠালিয়ায় মিথ্যা মামলা থেকে অব্যাহতি পাওয়ার দাবিতে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন পটুয়াখালীর মির্জাগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত বিয়ে করতে রাজি না হওয়ায় পিটিয়ে প্রেমিকের হাত-পা ভাঙলেন তরুণী এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখানো হলো মেঘনা আলমকে সারা দেশে বজ্রবৃষ্টি, সতর্ক করল আবহাওয়া অফিস বিয়ের নামে প্রতারণা, নিঃস্ব প্রবাসী নতুন দায়িত্ব পেলেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন গুলশানে স্পা’র আড়ালে শাহ আলম ও দালাল আলাউদ্দিনের দেহ ব্যবসা
নারায়ণগঞ্জের ফতুল্লায় হামলা চালিয়ে আসামিদের ছিনিয়ে নিল মাদককারবারিরা

নারায়ণগঞ্জের ফতুল্লায় হামলা চালিয়ে আসামিদের ছিনিয়ে নিল মাদককারবারিরা

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান চলাকালে আভিযানিক দলের ওপর হামলা চালিয়ে মাদককারবারের অভিযোগে আটক আসামিদের ছিনিয়ে নিয়েছে সহযোগীরা। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে ফতুল্লার মাসদাইর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে হামলার খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাব্বর হোসেনের নেতৃত্বে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, বিদেশি মদ ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

এর আগে দুপুরে ফতুল্লা থানাধীন মাসদাইরে বেগম রোকেয়া খন্দকার স্কুলের বিপরীতে একটি বাড়িতে মাদক বেচাকেনার খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযানে যায়। এ সময় চারজন মাদককারবারিকে আটক করেন তারা।

আসামিদের আটকের খবর পেয়ে মাদককারবারিদের ২০-২৫ জনের একটি দল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আভিযানিক দলের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে অভিযানে আটক আসামিদের ছিনিয়ে নিয়ে যায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সেলিম কসাই, রাসেল কসাই, পোড়া কাকনসহ একদল মাদককারবারি একটি বসতবাড়ি ভাড়া নিয়ে সেখানে সিসি ক্যামেরা লাগিয়ে মাদককারবার পরিচালনা করতেন। আমরা খবর পেয়ে এখানে অভিযান চালাই। অভিযানের খবর পেয়ে মাদককারবারিরা হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নিয়ে যান।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাব্বর হোসেন জানান, জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নেওয়া হয়েছে। দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিজিবির সহযোগিতা ছিল। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, বিদেশি মদ ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com