বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ মোঃ সিদ্দিক আলী
রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন। রবিবার (৩০ মার্চ -২৫) সকাল নয়টার সময় তার নিজ বাড়ী গোবিন্দপাড়ায় মোট ৫০০ টি পরিবারের হাতে শাড়ি লুঙ্গি উপহার তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং এক নম্বর গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের সন্মানিত চেয়ারম্যান জনাব মো: হাবিবুর রহমান। ইউনিয়নের অসহায় দুস্হ পরিবারের গরীর, দুঃখী ও খেটে খাওয়া মানুষের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে শাড়ি ও লুঙ্গি বিতরন করেন।
এই সময় উপস্থিত ছিলেন গোবিন্দপাড়া ইউনিয়ন ছাএদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজা ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।