মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ১১:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাগমারায় পথশিশু ধর্ষণ: সপ্তাহ পেরিয়ে গেলেও সনাক্ত হয়নি আসামি আটক হওয়া বাংলাদেশিদের কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত: মালয়েশিয়া পুলিশ কুড়িগ্রামে বিপুল প‌রিমাণ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবা‌রি গ্রেফতার লালমনিরহাটে পরিকল্পনাহীন নগরায়ণের ছোবলে ফুরিয়ে যাচ্ছে কৃষি জমি বিদ্যালয়ে সহপাঠীর হামলায় আহত ছাত্র, হামলাকারীদের শাস্তির দাবি অভিভাবকের গোপালগঞ্জে শ্বশুরবাড়ি থেকে ভুয়া সেনা সদস্য আটক বাহরাইনের বিপক্ষে বাংলাদেশের ৭ গোলের বিশাল জয় কলাগাছিয়া গ্রামে কাদা-মাটির নিচে থাকা সড়ক যেন মরণ ফাঁদ এইচএসসি পরীক্ষা দিতে বেরিয়ে নিখোঁজ হওয়া মাহিরা উদ্ধার দেশের ইতিহাসে এক বছরে প্রবাসী আয়ে রেকর্ড
ডোমারে প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনও’র কাছে স্মারকলিপি প্রদান

ডোমারে প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনও’র কাছে স্মারকলিপি প্রদান

নীলফামারীর ডোমার উপজেলায় প্রি-পেইড মিটার স্থাপনের বিরোধিতা করে এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। তারা অভিযোগ করেন, জনমতের তোয়াক্কা না করে এই প্রকল্প বাস্তবায়নের ফলে সাধারণ মানুষ বিশেষ করে কৃষকরা চরম দুর্ভোগে পড়বেন।

বৃহস্পতিবার (১৫ মে) সকালে ডোমার রেলগেট এলাকায় ডোমার ও ডিমলা উপজেলার বাসিন্দাদের অংশগ্রহণে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন—নুরুজ্জামান বাবলা, গোলাম কুদ্দুস আইয়ুব, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন সোহাগ, এনটিভির প্রতিনিধি ইয়াসীন মোহাম্মদ সিথুন, সাবেক ছাত্রনেতা সোহেল রানা, লুৎফর রহমান,বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহির মোহাম্মদ মিলন, অর্নব আহমেদ আলিফসহ আরও অনেকে।

বক্তারা বলেন, প্রি-পেইড মিটার ‘আগে টাকা, পরে বিদ্যুৎ’—এই ব্যবস্থায় পরিচালিত হওয়ায় এটি নিম্ন আয়ের মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করবে। ইতোমধ্যে যারা এই মিটার ব্যবহার করছেন, তাদের অনেকেই নানা ভোগান্তির কথা জানিয়েছেন। বক্তারা এই প্রকল্পের পেছনে অর্থনৈতিক দুর্নীতির অভিযোগও তোলেন।

তারা বলেন, গ্রাহকদের মতামত ও বাস্তবতা বিবেচনায় না নিয়ে মিটার বসানো একধরনের স্বেচ্ছাচারিতা। এটি শুধু অকার্যকরই নয়, বরং বৈষম্য সৃষ্টির আশঙ্কাও রয়েছে। জনস্বার্থ রক্ষায় এই প্রকল্প দ্রুত বাতিল করার আহ্বান জানান তারা।

পরে আন্দোলনকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে প্রি-পেইড মিটার স্থাপনা বাতিলের দাবিতে একটি স্মারকলিপি জমা দেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com