শুক্রবার, ১৬ মে ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন
সৈয়দ মোঃ কায়সার আশ্রাফী:
নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সহযোগী সদস্য সম্মেলন দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের মাঠে ওয়ার্ড সভাপতি মোঃ ওসমান গনির সভাপতিত্বে ওজামায়াত নেতা মোঃ মামুন খানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মোঃ শাহজাহান ।
শুক্রবার ( ১৬ মে) সকাল ৮টায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর ৩৭ নং ওয়ার্ড চ,সি,ক ও চট্টগ্রাম-১১ এর এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ শফিউল আলম, আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইপিজেড থানা আমীর মোঃ আবুল মোকাররম ,৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ সংগঠক এডভোকেট মোঃ শাহেদ, বিশিষ্ট সমাজ সেবক ও সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক হাজী মুজিবুল হক বকুল, ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি জেনারেল আব্দুল্লাহ আল আরিফ, জামায়াতে ইসলামীর নেতা মোঃ শফিউল আলম সহ বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শাহজাহান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের শুভাগমন ও প্রতিষ্ঠার চেষ্টা যারা করতে চাইবে তাদেরও দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে।
যারা রাষ্ট্র ও সমাজের অস্থিতিশীল পরিস্থিতি করে ভিন দেশের দালালী এবং অন্যায় জুলুম নির্যাতনের মাধ্যমে রাষ্ট্র বিরোধী কার্যক্রম করে সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে সম্পত্তি তুলে দেন তাদের স্বমূলে প্রতিহত করবে জামায়াত। বিডিআর বিদ্রোহের সময় ৫৭ সেনা সদস্যর হত্যা বিচার এবং ইসলামী খেলাফত আন্দোলন ও ইনসাফ ভিত্তিক সমাজ – রাষ্ট্র ব্যবস্থার জন্য জামায়াতে ইসলামীর জিহাদ চলমান থাকবে।
প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, ফ্যাসিস্ট রুপি চাঁদাবাজি ও অন্যায় জুলুমবাজদের বিরুদ্ধে আমরণ সংগ্রাম এবং নবী রাসুল বিরোধী আন্দোলনের ইসলামী আদর্শের ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে দৃঢ় আহ্বান জানিয়েছেন।