রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন

টানা বৃষ্টিপাতে থানচিতে পাহাড় ধসের শঙ্কা

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১১৩
থানচি (বান্দরবান) প্রতিনিধিঃ
চলতি বর্ষা মৌসুমের গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে বান্দরবানের থানচিতে পাহাড় ধসের আশঙ্কার করা হয়েছে। পাহাড়ি উজানে পানি ঢলে সাঙ্গু নদীতে পানি বৃদ্ধিতে নদীর তীরবর্তী ও বিভিন্ন স্থানে নিম্মাঞ্চলে বসবাসকারীদের জনজীবন চরমে দুর্ভোগ বেড়েছে।
এদিকে এই দুর্যোগের নিম্নাঞ্চল ও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদে সরে যেতে মাইকিং করে প্রচার করেছেন উপজেলা প্রশাসন। উপজেলায় ৪টি ইউনিয়নের অস্থায়ীভাবে ১৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুতসহ কন্ট্রোল রুম চালু করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়রা জানান, সাঙ্গু নদীর তীরে ও পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে দেখা দিয়েছে চরম উদ্বেগ ও আতঙ্ক। টানা বৃষ্টির ফলে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ভারী বর্ষণে বৃষ্টিপাতের নাইন্দারী পাড়া এলাকায় সড়কে পাহাড় ধস, আপ্রুমং পাড়া বিহারে পাশেই ঝিঁড়িতে পাহাড় ধস ও তিন্দু ইউনিয়নের বাজার এলাকায় পাহাড় ধসের ব্যাপকভাবে একটি পরিবারের ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
থানচি ফায়ার সার্ভিস ষ্টেশনের- ষ্টেশন অফিসার রহিদুর রহমান মৃধা জানান, থানচি হতে জেলা শহরে যাওয়ার সড়কে নাইন্দারী পাড়া এলাকায় পাহাড় ধসের গাছ পড়ে যানবাহনে চলাচলে বন্ধ হয়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার ষ্টেশনে ২য় কলে সদস্যদের নিয়ে ধসের পড়ার মাটি ও গাছগুলো অপসারণ করে যানচলাচল এবং যোগাযোগ ব্যবস্থা সচল করা হয়েছে বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল জানান, দুর্যোগ মোকাবিলায় অস্থায়ীভাবে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ইতোমধ্যে দুর্যোগকালীন জরুরি সেবা কন্ট্রোল রুম খোলা আছে, ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে মাইকিং করা হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com