রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন

ঐতিহ্যবাহী আগৈলঝাড়া বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন সভাপতি সরোয়ার, সম্পাদক সাগর

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৭১

বরিশালের আগৈলঝাড়া থেকে মোঃ জহিরুল ইসলাম সবুজ:
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার ঐতিহ্যবাহী আগৈলঝাড়া সদর বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৭ জুন) আগৈলঝাড়া শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা বিদ্যালয় কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ৫টি পদে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেণ। আগৈলঝাড়া উপজেলার ঐতিহ্যবাহী আগৈলঝাড়া সদর বাজার পরিচালনা কমিটির নির্বাচনে ৬শত ৯৬ জন ভোটারের মধ্যে ৬শত ৬৩জন ভোটার দিনব্যাপী নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিকেলে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। ঘোষিত ফলাফলে নির্বাচনে সভাপতি পদে মোঃ সরোয়ার আলম (চেয়ার) ৩২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আবুল কালাম আজাদ (ছাতা) পেয়েছেন ৩১৫ ভোট।
সহ-সভাপতি পদে মোঃ আলী আকবর মিঠু (বই) ৩৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ মারুফ হোসেন দোলন (মাইক) পেয়েছেন ২৮০ ভোট।
সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার সাগর (টিউবয়েল)৩০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী সাঈদ হোসেন কবির (মটরসাইকেল)১৭৮ভোট পেয়েছেন। এছাড়াও অন্য প্রার্থী নুর ইসলাম শিকদার ১৩৯ ভোট পেয়েছেন।
যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুস্তুম মোল্লা (ফুটবল) ৩৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ নজরুল ইসলাম মিন্টু (দোয়াত কলম) পেয়েছেন২১৭ ভোট।
কোষাধ্যক্ষ পদে মোঃ শাহাদাৎ হোসেন মোল্লা (তালা) ৪০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী সরোয়ার শাহ (কলশ) ২০১ ভোট পেয়েছেন।
নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুবর রহমান।
প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করছেন আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না।
বাজার পরিচালনা কমিটির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার মোল্লা বশির আহম্মেদ পান্না জানান, নির্বাচনের শৃঙ্খলা বজায় রাখতে মাঠে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা নিয়োজিত ছিলেন। মাঠে সার্বক্ষনিক ভ্রাম্যমান মোবাইল কোর্ট পর্যবেক্ষন করেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পর্যবেক্ষনের জন্য মনিটরিং সেল গঠন করা হয়েছিল। তিনি শান্তি পূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ব্যাবসায়িসহ সকলকে ধন্যবাদ জানান।
আগৈলঝাড়া বাজার পরিচালনা কমিটির নির্বাচিতরা সাংবাদিকদের বলেন , আমাদেরকে নির্বাচিত করায় আগৈলঝাড়া বাজারের সকল সদস্যকে ধন্যবাদ জানাই। আগৈলঝাড়া বাজারের সকল ব্যাবসায়ীদের নিয়ে বাজার উন্নয়ন করার কথাও জানান তারা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com