রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন

বাগমারায় বিএনপির একাংশের সমাবেশ ঘিরে মিশ্র প্রতিক্রিয়া

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৪৯
বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় ৭ আগস্ট বৃহস্পতিবার ‘জুলাই অভ্যুত্থান’ এর বর্ষপূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একাংশের উদ্যোগে সমাবেশ ও বিজয় মিছিলের আয়োজন করা হয়। তবে এই আয়োজনে বিএনপির একটি স্থানীয় প্রভাবশালী পক্ষকে সম্পূর্ণরূপে উপেক্ষা করা হয়েছে, যার ফলে দলীয় অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

সমাবেশটি বিকাল ৪ টায় উপজেলার ভবানীগঞ্জ আলু হাটায় শুরু হয়। এতে সভাপতিত্ব করেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুর রাজ্জাক প্রামানিক।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।
তবে অনুষ্ঠানে বাগমারা উপজেলা বিএনপির একটি সক্রিয় পক্ষের নেতাকর্মীদের অনুপস্থিতি অনেকের নজর কেড়েছে। এই আয়োজন পাল্টাপাল্টি আয়োজন হওয়ায় তাদের কে আমন্ত্রন জানানো হয়নি বলেও জানা গেছে।
 স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জেলা কমিটির ও বিভাগের দুএকজন নেতৃবৃন্দ বাগমারায় বিএনপির একটি পক্ষ কে নিয়ে বারবার বাগমারায় এসে বিভাজন তৈরী করছেন। উপজেলা বিএনপির একটি বৃহৎ অংশ এই আয়োজনে অংশগ্রহণ না করায় দ্বন্দ্ব ও বিভাজনের ইঙ্গিত স্পষ্ট হয়েছে।
এ ব্যাপারে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার আব্দুল গাফ্ফার বলেন, “এটি একটি পরিকল্পিত বিভাজন। এমন রাজনৈতিক চর্চা বিএনপির জন্য শুভ নয়। আমরা কেন্দ্রীয় নেতাদের জানাবো।”
দলীয় সূত্র জানায়, জেলা থেকে প্রভাবশালী নেতৃবৃন্দ এনে স্থানীয় একাংশের নেতৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা চলছে, যার প্রেক্ষিতে দলের মধ্যে ঐক্য বিনষ্টের আশঙ্কা দেখা দিচ্ছে। ফ্যাসিবাদি শক্তির ফায়দা হাসিলের সুযোগ তৈরী হবে। তবে, এই ঘটনাকে দলের শৃঙ্খলা ভঙ্গের প্রচেষ্টা হিসেবে দেখছেন উপজেলা বিএনপির কয়েকজন শীর্ষ নেতা।
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন জানান, গত ৫আগষ্ট কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাগমারায় শান্তিপূর্ণ ভাবে বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এরপর বাগমারার নেতাকর্মীদের উপেক্ষা করে আবারও প্রোগ্রাম করা দলীয় শৃংখলা পরিপন্থী বলে তিনি মন্তব্য করেন। এছাড়াও তিনি বলেন সমাবেশে লোক বৃদ্ধির জন্য আমার এলাকার চিহ্নিত আওয়ামীলীগের লোকজন কে ৭আগষ্ট বৃহস্পতিবারের প্রোগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।
বিএনপি নেতারা জানান, বৃহস্পতিবার (৭আগষ্ট) কেন্দ্রীয় কর্মসূচী কে উপেক্ষা করে প্রভাবশালী বিএনপি নেতাদের নিয়ে উপজেলার ভবানীগঞ্জ বাজারের আলুহাটায় এক বিজয় সমাবেশের আয়োজন করা হয়। যা নিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা যায়।  সমাবেশ আরম্ভ হবার পর বৈরী আবহাওয়ার কারনে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়নি।
উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন বলেন, “কেন্দ্রীয় নির্দেশনা মেনে চলা দলের সকল স্তরের নেতাকর্মীদের জন্য আবশ্যক। এই পৃথক কর্মসূচি দলের ঐক্যের জন্য ক্ষতিকর হতে পারে।”

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com