রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে কেন্দ্রীয় ঈদগাহ, হাট ভবন, ভূমি অফিস, স্কুলসহ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধিনে বাস্তবায়নাধীন ১২ টি প্রকল্পের উদ্বোধন করেছেন উপদেষ্টা অসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
শনিবার (৯ আগস্ট) সকালে রাজশাহী ও নাটোর একদিনের সরকারি সফরে আসেন তিনি। এ সময় রাজশাহীর সার্কিট হাউসে এসব প্রকল্পের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে নাটোরের উদ্দেশ্য রওনা হন তিনি।
সফর সূচি অনুযায়ী উপদেষ্টা, যুব-ক্রিড়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধিনে রাজশাহী ও নাটোরে বাস্তবায়নাধীন নানা প্রকল্প উদ্বোধন ও পরিদর্শন করবেন। এতে নাটোরে, উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন আলোচনা সভায় অংশগ্রহনসহ ভার্চুয়ালি বিভিন্ন প্রকল্প উদ্বোধন করবেন। পরে বিকেলে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন শেষে ঢাকায় ফিরবেন তিনি। রাজশাহীর সার্কিট হাউসে এসব প্রকল্পের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা না বলে নাটোরের উদ্দেশ্য রওনা হন।