বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১০ অপরাহ্ন
মোঃ আরিফুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের কুমারখালী উপজেলার চড়াইকোল রেল গেটের দুই পাশের রোড ডিভাইডারের কারণে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দূর্ঘটনা।
গতকাল (৯ সেপ্টেম্বর) রাত ১১.০০ টার দিকে চুয়াডাঙ্গায় দর্শনা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাকটি পাটুরিয়া ঘাটে যাওয়ার পথে চড়াইকোল বোর্ড অফিস রেল গেটের রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়।
তবে ট্রাকটির ব্যাপক ক্ষয়ক্ষতি হলে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, এই রোড ডিভাইডার স্থাপন করার পর থেকেই প্রতিমাসেই ঘটে এমন দূর্ঘটনা। বিশেষ করে রাতের আঁধারে বেশি দূর্ঘটনা ঘটে। বেশিরভাগ চালকের রাতের আঁধারে এই রোড ডিভাইডারটি চক্ষুগোচর না হওয়ায় ঘটে এমন ঘটনা। তাই স্থানীয় ও চালকদের দাবি দূর্ঘটনা এড়াতে যতদ্রুত সম্ভব এই রোড ডিভাইডারটি সরিয়ে ফেলতে হবে।
রেলগেট এলাকার জেমি ষ্টোরের মালিক জিন্না জানান, আগে এমন দূর্ঘটনা ঘটেনি তবে রোড ডিভাইডার দেওয়ার পর থেকেই এমন হচ্ছে। প্রতি মাসেই দুই থেকে তিনটা গাড়ি ডিভাইডারের উপর তুলে দিচ্ছে। দ্রুত এসব না সড়ালে কবে যেনো বড় দূর্ঘটনা ঘটে।
ট্রাকটির ড্রাইভার রিমন জানান, চুয়াডাঙ্গায় দর্শনা থেকে মাছের খাবার ( খৈল) লোড করেছো পাটুরিয়া মেগা ফিডমিলে নামানোর জন্য বের হয়েছিলাম কিন্ত রাত ১১টার দিকে এই ভয়াবহ ঘটনা ঘটে৷ কোন ভাবেই দেখা যাচ্ছিলনা এই মহাসড়কের মাঝখানে ডিভাইডার আছে। এটা সরিয়ে নেওয়া জরুরী।
কুষ্টিয়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাথে মোবাইলে যোগাযোগ চেষ্টায় ব্যার্থ হলেও দ্রুতই আলোচনা করে সরিয়ে নেবার আশ্বাস দিয়েছেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।
তিনি জানান, আমি নিজেও নন্দলালপুরের ওই রেলগেটে ডিভাইডারের সাথে বেশ কয়েকটি সড়ক দূর্ঘটনার খবর শুনেছি৷ সাধারন জনগনের নিরাপদ চলাচলের কথা বিবেচনা করে সড়ক ও জনপথ বিভাগ কুষ্টিয়ার সাথে আলোচনা করে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে।