সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ৮০০ নেতার বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে: রিজভী নির্বাচন কবে, সেই ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকেই : প্রেস উইং মোহাম্মদপুরে সন্ত্রাসী রহিম ও তার ছেলের অত্যাচার নির্যাতনে অসহায় এলাকাবাসী উত্তরা ব্যাংকের এমডি রবিউল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারনের দাবিতে রাজপথে বিল্পবী ছাত্র জনতা ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার সেনাকুঞ্জে খালেদা জিয়াকে দেখে কেঁদে ফেললেন মির্জা ফখরুল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ওসমানী জাতীয় স্মৃতি পরিষদ-এর বিশেষ বাণী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য হলেন বীর মুক্তিযোদ্ধা খ. ম. আমীর আলী ছাত্র বৈষম্য আন্দোলনে আহতদের জন্য আর্থিক সহায়তা নিয়ে পাশে বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম নরসিংদীর মনোহরদীতে প্রথমবারের মতো বিজ্ঞানক্লাব ‘নেবুলাস’-এর যাত্রা শুরু
নিজেকে ফিট রাখতেই বিসিএলে খেলছেন মাশরাফী

নিজেকে ফিট রাখতেই বিসিএলে খেলছেন মাশরাফী

নিজস্ব প্রতিবেদকঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট শেষ হয়েছে প্রায় দুই সপ্তাহ হয়। এর পরের সময়টা বিশ্রাম নিয়েই কাটিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। দেশের হয়ে তার পরবর্তী মিশন জুলাইয়ে। মাঝের এ সময়ে তাই নিজেকে ফিট রাখতে লম্বা দৈর্ঘ্যের ক্রিকেটকেই বেছে নিলেন অধিনায়ক। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শেষ রাউন্ডে খেলছেন তিনি। মঙ্গলবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দক্ষিণাঞ্চলের হয়ে উত্তরাঞ্চলের বিপক্ষে মাঠে নামছেন মাশরাফী।

টেস্ট ক্রিকেটে ফেরার ইচ্ছাটা অনেকদিন আগে থেকেই জানিয়ে আসছেন মাশরাফী। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাফ জানিয়ে দিয়েছে, তাকে শুধু সীমিত ওভারের ক্রিকেটের জন্যই বিবেচনা করা হবে। তারপরও চারদিনের ম্যাচ কেন, এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট পাড়ায়। বর্তমানে টেস্ট ক্রিকেটে পেসারদের দুরাবস্থার জন্য অনেকেই মাশরাফীকে টেস্ট দলে দেখছেন। কিন্তু টেস্ট ক্রিকেটের জন্য নয় নিজেকে ফিট রাখার জন্যই খেলছেন অধিনায়ক।

এবারই প্রথম নয়। জাতীয় লিগের শেষ আসরেও দুই রাউন্ড খেলেছিলেন খুলনা বিভাগের হয়ে। সেবার একই যুক্তি দেখিয়েছিলেন মাশরাফী। আগের মতোই সোমবার বললেন, ‘কোন বিশেষ উদ্দেশ্য নয়, আমি আসলে নিজেকে ফিট রাখার জন্য খেলছি। প্রিমিয়ার লিগ শেষ হয়ে গেছে অনেকে আগেই। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক খেলাও নেই। ম্যাচ অনুশীলন খুব জরুরি। তাই বিসিএলে খেলছি। নিজেকে ধরে রাখাই মূল উদ্দেশ্য।’

এবারের প্রিমিয়ার লিগে দুর্দান্ত খেলেছেন মাশরাফী। ৩৯ উইকেট নিয়ে আগের সব রেকর্ড ভেঙেছেন অধিনায়ক। লিস্ট এ হওয়ার পর প্রিমিয়ার লিগে এটাই কোন বোলারের সেরা সাফল্য। শুধু উইকেটের দিকেই নয়, রান দেওয়াতে ভীষণ কৃপণ ছিলেন। তাই নিজেদের ছন্দ ধরে রাখাও গুরুত্বপূর্ণ। মাশরাফীর ভাষায়, ‘লিগটা ভালো হয়েছে। ছন্দটা ধরে রাখতেও ম্যাচ খেলতে হয়। তবে ফিটনেস ধরে রাখাই মূল উদ্দেশ্যে।’

ক্যারিয়ারের মূল সময়টা ইনজুরির সঙ্গে যুদ্ধ করতে করতেই কাটিয়েছেন মাশরাফী। তাই ফিটনেস নিয়ে দুশ্চিন্তা তার সবচেয়ে বেশি হবে এটাই স্বাভাবিক। তা নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন এ পেসার। নিয়মিতই জিম ও রানিং করেন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। তবে এ অনুশীলনের পাশাপাশি ম্যাচ অনুশীলনের তাগিদটাও অনুভব করেন তিনি। তা ভেবেই প্রিমিয়ার লিগের সব ম্যাচ খেলেছেন। এবার বিসিএলেও খেলছেন।

এদিকে মাশরাফী ফেরায় শক্তি বেড়েছে দক্ষিণাঞ্চলের। শিরোপা জিততে হলে শেষ রাউন্ডের ম্যাচে জিততে তো হবেই, পাশাপাশি তুলে নিতে হবে বোনাস পয়েন্ট। ৬০ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে উত্তরাঞ্চল। তাদের চেয়ে ১৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে দক্ষিণাঞ্চল।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com