শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ন
ডেস্ক নিউজ: সন্তান জন্মের পরই অনেক টেনিস তারকাকে দেখা গেছে কোর্ট থেকে সরে যেতে। কিন্তু তেমনটা হবে না সানিয়া মির্জার ক্ষেত্রে। ভারতীয় টেনিস আইকনের আশা করে বলেছেন, মাতৃত্বই শেষ নয়। তার লক্ষ্য ২০২০ অলিম্পিকে খেলা।
শোয়েব মালিক-সানিয়া মির্জার ঘরে যে প্রথম সন্তান আসছে। তা গত মাসেই ইঙ্গিত দিয়েছিলেন এ তারকা দম্পত্তি। ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে দেয়া এক সাক্ষাতকারে এ নিয়ে ৩১ বছর বয়সী সানিয়া বলেন, ‘এটি (মাতৃত্বের জন্য) একেবারে সঠিক সময় ছিল। হাঁটুর আঘাতের জন্য আমি এমনিতেই খেলতে পারতাম না, আর সন্তানের ভাবনা সবসময়ই আমাদের মাথায় ছিল। আমাদের মনে হয়েছে জীবনের এক নতুন পর্যায় শুরুর জন্য উপযুক্ত সময়।’
হাঁটুর চোটের কারণে গত ছয় মাস কোর্টের বাইরে রয়েছেন সানিয়া। খেলতে পারেননি অস্ট্রেলিয়ান ওপেনে। তবে আগের চেয়ে চোটের অবস্থা এখন অনেকটাই ভালো তার।‘আগের চেয়ে অনেকটাই ভাল আছি। অক্টোবর মাঝামাঝি থেকেই আমার খেলা বন্ধ রয়েছে। প্রায় ছয় মাসের বেশি বিশ্রাম পেয়েছি। সবাই বলেছিল বিশ্রামের কথা। তবে একেবারে সেরে গিয়েছে বলবো না, আগের চেয়ে অনেক ভাল অবস্থা।’
চোটমুক্ত হলেও আপাতত কোর্টে নামা হচ্ছে না সানিয়ার। কেননা তিনি যে সন্তানসম্ভাবা। তাহলে ২০২০ কি অলিম্পিকে খেলবেন ভারতের এ টেনিস সেনসেশসন। এ নিয়ে সানিয়া বলেন, ‘২০২০ অলিম্পিক এখনও অনেক দূরে। কাল কি হবে কেউ জানে না। তবে এটুকু বলতে পারি নামা সম্ভব। কিন্তু দেখতে হবে জীবন সত্যিই সেখানে পৌঁছে দেয় কিনা। তবে এটা স্পষ্টভাবে বলতে চাই সন্তানের জন্মের পর যত তাড়াতাড়ি হয় খেলায় ফিরতে চাই।’
আপাতত সানিয়ার চিন্তায় শুধু গর্ভের সন্তান। তিনি নিশ্চিত যে মাতৃত্ব তার খেলায় প্রভাব ফেলবে না।‘মাতৃত্ব কখনই কাউকে পিছিয়ে দিতে পারে না। বরং শক্তি জোগায়। মেয়েদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ মাতৃত্ব। আমি সবসময়ই এই সময়ের অপেক্ষা করেছি। জানতাম একসময়ে টেনিসকে পিছনের সারিতে দিতে হবে। আমি অবশ্যই ফিরবো। এটাই তো আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই, এই মুহুর্তে আমার সন্তান আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এর পরে, আমি খেলার ফিরে আসতে চাই। কারণ আমি আমার সন্তানের জন্য একটা উদাহরণ রাখতে চাই, ওকে বার্তা দিতে চাই গর্ভবতী মানেই কারো স্বপ্নের জলাঞ্জলি নয়। আমি এখনও যথেষ্ট তরুণ এবং কাজেও এখনও আমার ফিরে আসা, ভাল খেলা অসম্ভব নয়।’