শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর ৫টি আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ বিমা খাতে সেরার স্বীকৃতি পেল ১৩ কোম্পানি নরসিংদীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত যৌনকর্মীদের অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ৫০ কোটি টাকার বেশি ব্যাংক ঋণের প্রায় অর্ধেকই খেলাপি বন্দরে অবৈধ গ্যাস ব্যবহারবিরোধী অভিযান: তিন স্পটে এক লাখ টাকা করে জরিমানা ছাত্র বা সন্তানের বয়সি কর্মকর্তারাও ‘স্যার’ সম্বোধন শুনতে চান নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পঙ্গু হাসপাতালে বেগম খালেদা জিয়ার নামে ভিত্তিপ্রস্তর স্থাপনের মোড়ক উন্মোচন ও পিঠা উৎসব অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার সাক্ষাৎ শেষে নিজেদের অবস্থান পরিস্কার করল এনসিপি

মালয়েশিয়ায় নাজিব রাজাকের বাড়িতে পুলিশের তল্লাশি

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ মে, ২০১৮

ভিশন বাংলা ডেস্কনির্বাচনে হেরে যাওয়ার সপ্তাহখানেক পর মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ।

গতকাল বুধবার রাতে নামাজ পড়ে বাসায় ফেরার পর পুলিশ নাজিবের বাসায় প্রবেশ করে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিপুল পরিমাণ পুলিশের গাড়ি নাজিবের বাসার সামনে ঘুরতে দেখা যায়।

দ্য নিউ স্ট্রেইটস টাইমস পত্রিকার প্রতিবেদনে বলা হয়, পুলিশ তল্লাশির বিষয়টি নিশ্চিত করেছে। কিন্তু বিস্তারিত কোনো তথ্য পুলিশ জানায়নি।

তল্লাশি অভিযান চলে প্রায় ৬ ঘণ্টা। পুলিশ কর্মকর্তারা বাড়ি থেকে বড় বড় ব্যাগ বের করে আনেন এবং সেগুলো গাড়িতে তোলেন।

নাজিবের আইনজীবী হারপাল সিং গ্রেওয়াল জানান, এ তল্লাশি অভিযানটি সম্ভবত অর্থ জালিয়াতির অভিযোগে চালানো হতে পারে। অভিযোগ প্রমাণ করার মতো তেমন কিছু তারা খুঁজে পায়নি।

আইনজীবী হারপাল জানান, হাতব্যাগসহ ব্যক্তিগত কিছু জিনিস নিয়ে গেছে পুলিশ। নাজিবকে গ্রেফতার করা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের (পুলিশের) এমন কোনো উদ্দেশ্য আছে বলে মনে হয় না।

কুয়ালালামপুরে নাজিবের আরেক অ্যাপার্টমেন্টেও বিপুলসংখ্যক পুলিশকে দেখা যায়। এ ব্যাপারে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে দেশটির নতুন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ জানিয়েছিলেন, নাজিবের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত ফের শুরু করতে চান তিনি।

তবে কোনো দুর্নীতি করার কথা অস্বীকার করেছেন নাজিব।

গত শনিবার নাজিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়। ওইদিন তিনি স্ত্রীসহ ছুটি কাটাতে দেশের বাইরে যাওয়ার উদ্যোগ নিয়েছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com