সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২১ অপরাহ্ন
নীলফামারী ডিমলা প্রতিনিধি: নীলফামারীর জেলার ডিমলা উপজেলায় তিস্তা নদীতে গোসল করতে গিয়ে মোহনা (৯)নামের এক শিশু নিখোঁজ হয়েছে।
ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের দক্ষিন খড়িবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। মোহনা মনোয়ার হোসেনের কন্যা ও ব্রাক স্কুলের চতুর্থ শ্রেনীর ছাত্রী।
গত বৃহস্পতিবার বিকেল ৩ টা ৫০ মিনিট মোহনা তিস্তা নদীতে গোসল করতে গিয়ে নদীর স্রোতে ভেসে যায় । পরিবারের লোকজন অনেক খোজাখুজির পর তাকে না পেয়ে ডিমলা ফায়ার সার্ভিসে খবর দেয়। ডিমলা ফায়ার সার্ভিস ও রংপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ডুবুরী দল এসে অনেক খোজা-খুজি পরেও মোহনার লাশ উদ্ধার করতে ব্যর্থ হয়।
টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতিবেশি বাচ্চাদের সাথে নদীতে গোসল করতে গিয়ে নদীর স্রোতে মোহনা ভেসে যায়।