মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৮ অপরাহ্ন
এলএক্সওআরওয়াই নামের এক কোম্পানি একসঙ্গে দুটি অ্যাপল ডিভাইস চার্জ করার জন্য কিউ চার্জিং প্যাড বানিয়েছে। যার নাম দেওয়া হয়েছে এলএক্সওআরওয়াই ডুয়েল ওয়্যারলেস চার্জিং প্যাড।
প্রতিটি ওয়্যারলেস চার্জারই মাইক্রোইউএসবি, ইউএসবি সি পোর্ট অথবা নিজস্ব পোর্ট দিয়ে ওয়াল থেকে চার্জিং প্যাডে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। কিন্তু এলএক্সওআরওয়াইয়ের নতুন চার্জিং প্যাডটি আইফোন ৮ ও আইফোন ১০ এর নিজস্ব কানেক্টর দিয়েই ফোন চার্জ করতে পারবে। তাই চার্জে দেওয়ার ক্ষেত্রে ব্যবহারকারীকে কোনো তার বদল করতে হবে না।
এই চার্জিং প্যাডের একটি বিশেষ সুবিধা হলো এতে একসঙ্গে দুটি কিউআই সম্বলিত ডিভাইস চার্জ করা যায়। পাশাপাশি এতে ইউএসবি টাইপ সি পোর্ট ও লাইটেনিং ক্যাবলও আছে। এতে আরও রয়েছে তাপমাত্রা নিয়ন্ত্রণকারী সেন্সর, যা ফোনকে অতিরিক্ত গরম হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করবে।
তবে এলএক্সওআরওয়াই প্যাডেরও কিছু দুর্বল দিক রয়েছে। যেমন এতে ফোন চার্জ করতে চাইলে কুইক চার্জিং অপশনটি সিলেক্ট করা যাবে না। এটি শুধু ৫ ওয়াট পর্যন্তই বিদ্যুৎ সরবরাহ করে থাকে।
এই চার্জিং প্যাডটির দাম ধরা হয়েছে ২৮ দশমিক ৬০ ডলার।