মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:২০ পূর্বাহ্ন
ফিরোজ আহম্মেদ. মোংলা প্রতিনিধি : গত বুধবার রাত ০৯ টার দিকে মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ও এস আই আকরাম এর নেতৃত্বে মোংলা থানার কানাই নগর নির্বাসী মো : আজাদ এর ছেলে ইয়াবা সেবন কারী ও বহু মামলার আসামী মো: নয়ন কে গোপন সংবাদের মাধ্যমে ১০ পিস ইয়াবা সহ তার নিজ বাসভবন থেকে গ্রেফতার করে মোংলা থানা পুলিশ।
এ বিষয়ে মোংলা থানার অফিসার ইনর্চাজ ইকবাল বাহার চৌধুরী জানান , মাদক ব্যবসায়ী দল গুলো তাদের বিভিন্ন পন্থা অবলম্বন করে চোরা পথে বিভিন্ন ভাবে মরন নেশা ইয়াবা সহ অন্যান্য মাদক দ্রব্য মোংলার যুব সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। যুব সমাজ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আসক্ত করতে তাদের ভূমিকা রয়েছে । তাই গোপন সংবাদের মাধ্যমে আমরা রাত ০৯ টার দিকে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা সেবনকারী বহু মামলার আসামী মো : নয়ন পালানোর চেষ্টা করলে পিছু ধাওয়া করে আমরা ১০ পিচ ইয়াবা সহ তাকে আটক করি। তিনি আরো বলেন , মাদক দমন ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে সদা তৎপর মোংলা থানা পুলিশ। তাই মাদক নিমূলে মোংলা থানা পুলিশ বিভিন্ন ভাবে অপারেশন পরিচালনা করে থাকে । তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার মধ্যে গত ২৩/০৫/২০১৮ মোংলা থানায় তার বিরুদ্ধে ২টি মারামারির মামলা রেকর্ড হয়। মামলা নং ১১ ও ১২।
এছাড়াও চলতি মাসের ১৩/০৬/২০১৮ তাং একটি নারী ও শিশু নির্য়াতন মামলার প্রধান আসামী হিসেবে রয়েছে এই ইয়াবা সেবনকারী নয়নের নাম। যার মামলা নং – ১১। ২০/০৬/২০১৮ তে মাদক দ্রব্য আইনে আরো একটি মামলা হয়। মামলা নং ১৭। এ ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যাহত থাকবে বলে মোংলা থানার অফিসার ইনর্চাজ ইকবাল বাহার চৌধুরী অভিমত ব্যক্ত করেন। পুলিশের এ ধরনের মাদক বিরোধী অভিযানকে স্বাগত জানিয়েছে মোংলার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী ও সাংবাদিক মহল।