শুক্রবার, ১০ মে ২০২৪, ০৪:৪১ পূর্বাহ্ন

খালাস না হওয়ায় মংলা বন্দরে নিলামে উঠছে ৪৬২টি গাড়ি

খালাস না হওয়ায় মংলা বন্দরে নিলামে উঠছে ৪৬২টি গাড়ি

নিজস্ব প্রতিনিধি : খালাস না করায় নিলামে উঠছে মংলা বন্দরে পড়ে থাকা ৪৬২ টি রিকন্ডিশন গাড়ি। গতকাল ২৭ জুন খুলনা-মংলা কাষ্টম হাউসে এসব গাড়ী নিলামে তোলা হবে বলে জানায় কাষ্টমস।

মংলা কাষ্টম হাউসের ডেপুটি কমিশনার মোঃ হাবিবুর রহমান একথা নিশ্চিত করে জানান, আমদানিকারকরা সরকারী নিয়োম অনুযায়ী ৩০ দিনের মধ্যে খালাস না করায় দীর্ঘদিন মংলা বন্দরের শেডে ৪৬২টি গাড়ি পড়ে ছিল। এ অবস্থায় কাষ্টমস কর্তৃপক্ষ গাড়িগুলো নিলামে বিক্রির উদ্যোগ নেয়।

তিনি আরো জানান, এজন্য চলতি মাসের ১৪ জুন এর দরপত্র (সিডিউল) বিক্রয় শুরু করা হয়। সবকিছু ঠিক ঠাক রেখে কাষ্টমস আইন মেনে গতকাল বুধবার ২৭ জুন এসব গাড়ি নিলামে তোলা হয়েছে। তবে নিলামে ওঠা ৪৬২ টি গাড়ির আমদানিকারক প্রতিষ্ঠানের নাম বলতে চাননি এ কাষ্টমস কর্মকর্তা।

এবিষয় কাষ্টমসের নিয়োগকৃত প্রতিষ্ঠান এক্্রপো ট্রেডার্স খুলনার ব্যাবস্থাপক মোঃ দোলোয়ার হোসেন বলেন,মংলা বন্দরে প্রায় ৫০টিরও বেশী আমদানী কারক কোম্পানীর অনুমান ৪ থেকে ৫ হাজার গাড়ী রয়েছে। এখান থেকে আমদানী নিষিদ্ধ, আমদানীকৃত গাড়ী সময় মত না নেয়া ও শুল্ক জটিলতার কারনে অনেক গাড়ী এখানে রয়েগেছে। সেগুলোকে মুলত সরকারী ও কাষ্টমসের আইন অনুযায়ী নিলামের উঠানো হয়েছে। তবে সর্বাচ্ছ দরদাতারই এ নিলামের অংশিদারিত্ব হবে। এ উলক্ষে গত ১৪ জুন বিজ্ঞপ্রি মাধ্যমে গাড়ীর নিলাম ডাকা ও দরপত্র আহবান করে কাষ্টমস কর্তৃপক্ষ। গত ১৯জুন থেকে এ নিলামের দরপত্র ও ক্যাটালক বিক্রি করা চলে ২৬ জুন পর্যন্ত। আর ২৪ জুণ থেকে ২৬ জুন বিকাল পর্যন্ত যারা এ নিলামে অংশ গ্রহন করবে তারা বন্দর কর্তৃপক্ষের সেডে এ গাড়ী গুলো ঘুড়ে দেখছে বলেও জানায় এ কর্মবকর্তা।

মংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মোঃ সোহাগ মাহমুদ জানান, ২০১৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত আমদানিকারকরা মংলা বন্দর দিয়ে কয়েক হাজার গাড়ি আমদানি করে। এর মধ্যে ৪৬২ টি গাড়ি সময়মত খালাস করতে না পারায় নিয়মানুযায়ী বন্দর কর্তৃপক্ষ কাষ্টমস কর্তৃপক্ষকে নিলামে তোলার জন্য সুপারিশ করে। মুলত আমদানী কারকরা তাদের আমদানীকৃত গাড়ী এ বন্দর থেকে না নেয়া ও শুল্ক জটিলতা দুর করাই হচ্ছে মুল কারন। এছাড়াও সরকারের রাজস্ব আদায় করার জন্যই হচ্ছে এ গাড়ীগুলো নিলামের প্রক্রিয়ায় আনা হয়েছে। এসব গাড়ির মধ্যে টয়োটা, নিশান, নোয়া, এক্সজিও, প্রোবক্স, প্রিমিও,লেক্্রাস,পাজেরো, পিকাপ, ডামট্রাক,এলিয়ান ও মার্সিডিসসহ বিলাশবহুল দামি গাড়ী রয়েছে। কাস্টম আইন মেনেই এসব গাড়ি নিলামে উঠানো হয়েছে বলেও তিনি জানান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com