মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০১:৫৪ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট: ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আগামীকাল বুধবার পবিত্র ঈদুল আজহা পালিত হবে সারাদেশে। আজ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পরিবার পরিজনের সঙ্গে ঈদ পালনের জন্য গত কয়েকদিন ধরেই রাজধানী ছেড়ে গ্রামের পথে চলছে অসংখ্য মানুষ। ছুটিতে আছেন ক্রিকেটাররাও। জাতীয় দলের সাবেক ওপেনার ইমরুল কায়েসের জন্য ঈদটা একটু অন্যরকমই হয়ে গেল।
ঈদের ছুটিতে ইমরুল কায়েস চলে গিয়েছেন তার নিজেরৃ বাড়ি মেহেরপুরে। ঈদের আগের দিন আজ মঙ্গলবার তিনি কিছু সময় কাটান প্রতিবন্ধী শিশুদের সঙ্গে। সেই ছবি পোস্ট করেছেন নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে। আমাদের সমাজে প্রতিবন্ধীরা এখনও অবহেলিত। জাতীয় দলের এই তারকার এমন ব্যতিক্রমী ঈদ উদযাপনে অভিনন্দনে ভাসিয়ে দিচ্ছেন ভক্তরা।
জাতীয় দলে বেশ কিছুদিন ধরেই ব্রাত্য হয়ে আছেন ইমরুল। দীর্ঘদিন তামিম ইকবালের ওপেনিং পার্টনার হিসেবে থাকলেও ফর্মহীনতাসহ নানা সমীকরণে তিনি বাদ পড়েছেন। আসন্ন বিশ্বকাপে একজন ওপেনার খুঁজছে বিসিবি। ইমরুল কি পারবেন নিজেকে প্রমাণ করে আবারও হারানো জায়গাটি ফিরে পেতে?
Leave a Reply