মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:২০ অপরাহ্ন
ভিশন বাংলাঃ পররাষ্ট্রমন্ত্রী এ এইচ এম মাহমুদ আলী বলেছেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন খুব শিগগিরই শুরু হবে। তবে, কবে থেকে শুরু হবে সেই তারিখ বলবো না। প্রথমধাপে তিন হাজার রোহিঙ্গা মিয়ানমার যাবে।
আজ বুধবার (০৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মিরপুরে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ এম মাহমুদ আলী।।
প্রথম ধাপে তিন হাজারের মতো রোহিঙ্গাকে ফেরত পাঠানো হবে বলেও জানান মন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন খুব শিগগিরই শুরু করবো। তবে, কবে থেকে শুরু হবে সেই তারিখ বলবো না।