মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন

শহিদুলকে ডিভিশন দেওয়ার আদেশ বহাল

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮
  • ৫১৮

ভিশন বাংলা ডেক্স: সারাদেশে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময়ে করা তথ্য-প্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা ও আলোকচিত্রী শহীদুল আলমকে কারাবিধি অনুযায়ী প্রথম শ্রেণির ডিভিশন দিতে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে বৃহস্পতিবার (০৪অক্টোবর) এ আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।

রাষ্ট্রপক্ষে ছিলেন-অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শহিদুল আলমের পক্ষে ছিলেন-ব্যারিস্টার সারা হোসেন। শহিদুল আলমের স্ত্রী রেহনুমা আহমেদের করা এক আবেদনেরশুনানি নিয়ে বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানেরহাইকোর্ট বেঞ্চ ৫ সেপ্টেম্বর ডিভিশন দেওয়ার আদেশ দেন। ওই আদেশ স্থগিত চেয়েআপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

প্রসঙ্গত, দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলম সম্প্রতি ছাত্র আন্দোলন নিয়ে একটিআন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন। ওই ঘটনায় রমনা থানার তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। গত ৬ আগস্ট ডিবি (উত্তর) পরিদর্শক মেহেদী হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শহিদুল আলম প্রতিবাদী আলোকচিত্রী হিসেবে পরিচিত। বিশ্বের বিভিন্ন দেশে যেমন, যুক্তরাজ্যের টেট মর্ডান ও দ্য হোয়াইট চ্যাপেল গ্যালারি, নিউইয়র্কের এমওএমএ গ্যালারি, প্যারিসের পম্পিইডো গ্যালারিতে তার আলোকচিত্র প্রদর্শিত হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com