শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন
বাসুদেব রায়, ডিমলা, নীলফামারী প্রতিনিধি: ০৮ অক্টোবর রোজ-মঙ্গলবার ডিমলা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বাল্য বিবাহ নিরোধ দিবস-২০১৮ পালন করা হয়। এ উপলক্ষ্যে ডিমলা উপজেলা পরিষদ চত্ত্বরে একটি মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহারের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন- ডিমলা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা- স্বপন কুমার দাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মিঠুন কুমার রায়, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক- আয়শা সিদ্দিকা ও জাইকা প্রতিনিধি বিভা রানী রায় প্রমুখ। সভায় বক্তরা বাল্য বিয়ে কুফল সম্পর্কে আলোকপাত করেন এবং সর্বস্তরের জনগণকে বাল্য বিবাহ নিরোধ সম্পর্কে সচেতন করে তোলার আহব্বান জানান।