শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন
পদ্মা সেতুর পিলারে দ্বিতীয় স্প্যান বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে।
পদ্মা সেতুর প্রকৌশল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, তিন হাজার ৬০০ টন ধারণক্ষমতার ভাসমান ক্রেনে দেড়শো মিটার দীর্ঘ ও দুই হাজার আটশো টন ওজনের স্প্যানটি নিয়ে যাওয়া হচ্ছে। গন্তব্যে পৌঁছাতে তিন দিন সময় লাগবে।
আশা করা হচ্ছে, মঙ্গলবার নাগাদ পিলারের বিয়ারিংয়ের ওপর স্প্যানটি বসানো যাবে। জাজিরা প্রান্তের ৩৮ ও ৩৯ নম্বর পিলারের ওপর বসানোর জন্য ১২টি স্প্যান এখন প্রস্তুত বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। গত ৩০ সেপ্টেম্বর পদ্মা সেতুর পিলারের ওপর বসানো হয় প্রথম স্প্যানটি।