সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৫০ অপরাহ্ন
ভিশন বাংলা ডেস্কঃ আগামীকাল (মঙ্গলবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ সোমবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এ অনুমতি দেয়া হয়েছে।
ঐক্যফ্রন্ট শরিক বিএনপির একটি প্রতিনিধি দল ডিএমপি কার্যালয় থেকে এ অনুমতি গ্রহণ করেন।বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি নিতে আজ (সোমবার) সকাল ১১টার দিকে আমরা ডিএমপি কার্যালয়ে গিয়েছিলাম। পুলিশ আমাদের অনুমতি দিয়েছে।জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে প্রতিনিধি দলে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ। ঐক্যফ্রন্ট গঠিত হওয়ার পর রাজধানীতে প্রথমবারের মতো সমাবেশ ঘিরে ব্যাপক শোডাউন করতে চায় বিএনপি।এ লক্ষ্যে রাজধানী ও আশপাশের জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী সমাগমের প্রস্তুতি নিয়েছে দলটি।সমাবেশের অনুমতি প্রসঙ্গে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী আরও বলেন, সমাবেশকে কেন্দ্র করে ঐক্যফ্রন্টের ব্যাপক প্রস্তুতি রয়েছে। সাত দফা দাবিতে অনুষ্ঠেয় সমাবেশ মঙ্গলবার দুপুর ২টায় শুরু হবে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন এবং সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।