শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
উত্তরা ব্যাংকের এমডি রবিউল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারনের দাবিতে রাজপথে বিল্পবী ছাত্র জনতা ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার সেনাকুঞ্জে খালেদা জিয়াকে দেখে কেঁদে ফেললেন মির্জা ফখরুল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ওসমানী জাতীয় স্মৃতি পরিষদ-এর বিশেষ বাণী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য হলেন বীর মুক্তিযোদ্ধা খ. ম. আমীর আলী ছাত্র বৈষম্য আন্দোলনে আহতদের জন্য আর্থিক সহায়তা নিয়ে পাশে বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম নরসিংদীর মনোহরদীতে প্রথমবারের মতো বিজ্ঞানক্লাব ‘নেবুলাস’-এর যাত্রা শুরু প্রথমবারের মতো সচিবালয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস গার্মেন্টস ব্যবসায়িদের নিঃস্ব করে কোটি টাকা প্রতারণা করে লাপাত্তা কৃষক লীগ নেতা হান্নান শেখ! টাকার বিনিময়ে বিদ্যুতের তার খাম্বা মিটার এনে দেন ইলেকট্রিশিয়ান জুলিয়ান!
সুন্দরবনের নদী ও খালে নিষিদ্ধ কাজ না করার শহাস্রাধিক জেলের স্বপথ 

সুন্দরবনের নদী ও খালে নিষিদ্ধ কাজ না করার শহাস্রাধিক জেলের স্বপথ 

মংলা প্রতিনিধিঃ সুন্দরবন ও তার আশপাশের নদী ও খালের উপর নির্ভরশীল প্রায় ১ হাজার জেলে বাওয়ালীদের বিকল্প পেশার সন্ধান দিল বাংলাদেশ বন অধিদপ্তর । বৃহস্পতিবার দুপুরে মংলার জয়মনির ঘোল মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে বিকল্প পেশায় আসা জেলে বাওয়ালীদের মাঝে অটোভ্যান গাড়ী,সেলাই মেশিন ও কাপড় বিতরন করা হয় । এর আগে এই সকল সুবিধা ভোগিদের দেওয়া হয়েছে সল্প মেয়াদি কাজের প্রশিক্ষন । বিকল্প জীবনায়নের ফলে সুন্দরবনের খালে ও নদীতে নিষিদ্ধ কাজ না করার শহাস্রাধিক জেলে স্বপথ করেন।
সুন্দরবন ও তার আশ পাশ নদী-খালের উপর নির্ভরশীল জেলে বাওয়ালীদের কারনে বিভিন্ন প্রকার মাছ ও ডলফিনের জীবন ঝুকির মধ্যে পড়ে। অনেক সময় জেলেদের জালে আটকে মারা যায় বিভিন্ন প্রকার ডলফিন। তাই এই সব প্রাণীদের জীবন রক্ষায় ইউএনডিপির অর্থায়নে বাংলাদেশ বন অধিদপ্তর এই প্রকল্প পরিচালনা করছে এবং কোডেক এই প্রকল্পটি বাস্তবায়ন ও সহযোগীতা করছে। বৃহস্পতিবার দুপুরে মংলার জয়মনির ঘোল মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে বিকল্প পেশায় আসা জেলে বাওয়ালীদের মাঝে অটোভ্যান গাড়ী,সেলাই মেশিন ও ছিট কাপড় বিতরন করা হয়। এ সময় চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আকবর হোসেন ,খুলনা বিভাগীয় বন কর্মকর্তা (বন্য প্রানী ব্যাবস্তাপনা ও প্রকৃুত সংরক্ষন বিভাগ) ও প্রকল্প পরিচালক মোঃ মদিনুল আহসান, সুন্দরবন চাদঁপাই রেঞ্জ কর্মমর্তা মোঃ শাহীন কবির,সিএমসির সভাপতি গাজী জহুরুল হক, সুন্দরবন সহ ব্যবস্থাপনা সংগঠনের সভাপতি আঃ শুকুর, সিএসসির সদস্য ইউপি মেম্বার মোঃ আলিয়ার রহমান, এনজিও কোডেক’র সমন্বয়কারি মোঃ তৈহিদুর রহমান ও মোঃ শরিফুল আলম তুহিন উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com