সোমবার, ১৯ মে ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন
ভিশন বাংলা ডেস্কঃ বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচে) ভর্তি হয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। স্বাস্থ্যের অবনতি হওয়ায় বৃহস্পতিবার রাতে তিনি হাসপাতালে ভর্তি হন।চিকিৎসকের বরাত দিয়ে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, তার স্বাস্থের অবস্থা ভালো না। সেজন্য আপাতত চিকিৎসকরা তাকে হাসপাতালেই থাকতে বলছেন।
জাতীয় পার্টির এ নেতা আরও বলেন, চেয়ারম্যান সারের বড় কোনও সমস্যা হয়নি। তিনি সুস্থ আছেন। কিছুক্ষণ আগেও তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি ভাল আছেন।