মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ যার জমি আছে, ঘর নেই, এমন গৃহহীন পরিবারকে গৃহ নির্মান করে দেয়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতে বরিশালের আগৈলঝাড়ায় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস।
মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস এর তত্ববধানে নির্মিত ৯১টি পরিবারের পাকা ঘর নির্মান কাজ উপজেলার বাকাল ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফুল্লশ্রী গ্রামের রতন দত্তের নতুন ঘর ও উপজেলার গৈলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডর টেমার গ্রামের বয়োবৃদ্ধ বীর মুক্তিযোদ্ধা মহেন্দ্র নাথ সরকারে নির্মানাধিন নতুন ঘড় পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কবির উদ্দিন, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, সংশ্লিষ্ঠ গৈলা ইউপি ৯নং ওয়ার্ড সদস্য চাঁন সেরনিয়াবাত প্রমূখ।