মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় ইয়াবাসহ এক ভ্রাম্যমান ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, উপজেলার বাইপাস সড়কের ফুল্লশ্রী গ্রামের দুঃস্থ মানবতার হাসপাতালের সামনে থেকে রোববার রাতে পাঁচ পিচ ইয়াবাসহ ভ্রাম্যমান ব্যবসায়ি বাকাল গ্রামের রাজে আলী ফকিরের ছেলে গাফ্ফার ফকির (৩৪) কে গ্রেফতার করেছে এসআই নাসির উদ্দিন। ওই ঘটনায় গতকাল সোমবার সকালে এসআই নাসির উদ্দিন বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃতকে গতকাল সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।