মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন
অন্তর রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা কারাগারে হত্যা মামলার এক হাজতির মৃত্যু হয়েছে। মৃত হাজতির নাম ধর্ম নারায়ণ (৫২)। মঙ্গলবার সকালে সে অসুস্থ্য হয়ে পড়লে তাকে আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঠাকুরগাঁও জেল সুপার জাবেদ মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধর্ম নারায়ণ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কতর্ব্যরত চিকিসৎসক জানিয়েছেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। লাশ ময়না তদন্ত শেষে পরিবারের সদস্যদের হস্তান্তর করা হবে। উল্লেখ্য যে, ধর্ম নারায়ণ একটি হত্যা মামলার প্রধান আসামি। গত ২১ আগষ্ট সদর উপজেলার জগন্নাথপুর সরকার পাড়ায় নিজের ভাতিজি বনবাসী বর্মন (৪৫) কে দায়ের কোপ দিয়ে নৃশংসভাবে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।