শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

ঠাকুরগাঁও জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাত লক্ষাধিক টাকার অনুদান প্রদান

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮

স্বপন দাস, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নিজস্ব অর্থায়নে জেলার দুইশত ছয়জন ব্যক্তির মাঝে কন্যা বিয়ের অনুদান, শ্রমিকের মৃত্যুজনিত এককালীন ভাতা, অসুস্থ্য শ্রমিকের চিকিৎসা খরচ ও শ্রমিকদের ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ হিসেবে সাত লক্ষাধিক টাকার অনুদান প্রদান করা হয়েছে। রবিবার (৯ ডিসেম্বর) বিকেলে শহরের বাসষ্ট্যান্ডের নিজস্ব কার্যালয় চত্বরে এ অনুদানের টাকা বিতরণ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জয়নউদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অরুণাংশু দত্ত টিটো ও জেলা যুবলীগ সভাপতি আব্দুল মজিদ আপেল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ট্রাক মালিক সমিতির উপদেষ্টা ইন্দ্রজিৎ গুহ ঠাকরতা রিংক, ট্রাক মালিক সমিতির সভাপতি মোঃ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া প্রামাণিক, ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি কাশেম আলী, সাধারণ সম্পাদক আতাউর রহমান, ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সুজন আলী, জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দাস, আইনুল হক প্রমুখ। আলোচনা শেষে জেলার বিভিন্ন এলাকার দুইশত ছয়জন দুস্থ্য ও অসহায় শ্রমিক ও তাদের প্রতিনিধিদের মাঝে সাত লক্ষাধিক টাকা তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ইতিপূর্বে এ ধরণের কার্যক্রম ছিলো না বললেই চলে, তবে এখন থেকে প্রত্যেক বছর এ ধরণের সহায়তা প্রদান অব্যাহত থাকবে। এর আগে সংগঠনের মৃত শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনা করে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ ভুট্টো মিয়া।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com