মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১২:৫৫ অপরাহ্ন

শরণখোলায় আওয়ামীলীগের পথসভা জনসমুদ্রে পরিনত

শরণখোলায় আওয়ামীলীগের পথসভা জনসমুদ্রে পরিনত

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতাঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে শরণখোলায় আওয়ামীলীগের উদ্যেগে আয়োজিত পথসভা জনসমুদ্রে রুপ নিয়েছে। বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ-শরণখোলা) আসনে শরণখোলা উপজেলাধীন খোন্তাকাটা ইউনিয়নের আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার বিকাল ৩টায় আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্জ্ব সাইফুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধাণ অতিথি ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক সমাজ কল্যান প্রতিমন্ত্রী ডাক্তার মোজাম্মেল হোসেন। বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য এ্যাডঃ আমিরুল আলম মিলন, বাগেরহাট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোড়েলগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ শাহে আলম বাচ্চু, বাগেরহাট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আই.জিপি আঃ রহিম খাঁন, শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন আকন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাউথখালী ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক এইচ.এম মিজানুর রহমান জনি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবুল, শরণখোলা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কালাম, শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মধু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মেজবাহ উদ্দিন খোকন, খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউ.পি চেয়ারম্যান জাকির হোসেন খাঁন মহিউদ্দিন, রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক আসাদুজ্জামান মিলন, ধানসাগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুল ইসলাম টিপু, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক এম. ওয়াদুদ আকন, তাঁতীলীগের সভাপতি জিয়াউল তালুকদার প্রমূখ।
বক্তারা আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারা অব্যহত রাখেতে পুরনায় নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2014 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com